Advertisement

লাইফস্টাইল

দাঁত ভালো রাখতে টুথব্রাশ কতদিন অন্তর বদলানো প্রয়োজন? চিকিৎসকের টিপস

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Aug 2025,
  • Updated 4:22 PM IST
  • 1/9

প্রতিদিন ব্রাশ করলে দাঁত ও মাড়ি ভালো থাকে। কিন্তু ব্রাশ করলেই হবে না শুধু, সময়মতো তা পরিবর্তন করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। 
 

  • 2/9

চিকিৎসকদের মতে, ৩ থেকে ৪ মাস অন্তর ব্রাশ বদলানো প্রয়োজন। তা না করলে ব্রাশের ব্রিসলগুলো খারাপ হয়ে যায়। তাতে দাঁত পরিষ্কার হয় না। বরং দাঁতের ক্ষতি হয়। সেজন্য টুথ ব্রাশ বদলানো প্রয়োজন।
 

  • 3/9

চিকিৎসকরা জানিয়েছেন, নতুন ব্রাশের ব্রিসল সহজেই দাঁত এবং মাড়ির কোণায় কোণায় পৌঁছতে পারে। এতে দাঁতে বা মাড়িতে জমে থাকা ময়লা অপসারণ করা যায়। 
 

  • 4/9

পুরানো ব্রাশে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এতে আপনার মুখের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। পুরোনো ব্রাশ মাড়ির ক্ষতি করে। যা থেকে রোগও বাসা বাঁধতে পারে। মুখে দুর্গন্ধ হয়। 
 

  • 5/9

তবে ব্রাশ পরিবর্তনের ক্ষেত্রে প্রতিবার ৩ মাস অপেক্ষা করার প্রয়োজন নেই। কোও কোনও ক্ষেত্রে ব্রাশটি তাড়াতাড়ি পরিবর্তন করা উচিত। যেমন, সর্দি, কাশি বা গলার সংক্রমণের পরে পুরানো ব্রাশ ব্যবহার করা ভাল নয়। 
 

  • 6/9

মনে রাখবেন, শিশুরা প্রায় খুব জোরে ব্রাশ করে। তারা ব্রাশের ব্রিসল চিবোয়ও। তাই তাদের ব্রাশটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।
 

  • 7/9

ম্যানুয়াল ইলেকট্রিক ব্রাশও এখন ব্যবহারের জন্য ভালো মাধ্যম। তবে এই ব্রাশের মাথাও পরিবর্তন করা প্রয়োজন। প্রতি তিন থেকে চার মাস অন্তর। 
 

  • 8/9

তবে ব্রাশ যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আরও বেশিদিন ব্যবহার করতে পারবেন। যেমন, ব্রাশ ব্যবহারের পরে ভালোভাবে ধুয়ে রাখতে হবে। 
 

  • 9/9

ব্রাশের কভার ব্যবহার করা উচিত। যাতে পোকামাকড় ব্রাশের সংস্পর্শে আসতে না পারে। সেক্ষেত্রে ব্রাশ ভালো থাকবে। নোংরা হওয়ার সম্ভাবনা কমবে।  
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement