Advertisement

স্পেশাল

Modi Gifts Handmade Items: জি৭-এ গিয়ে এই ইসলামিক দেশের রাষ্ট্রপতিকে 'রাম-সীতা' উপহার মোদীর

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Jun 2022,
  • Updated 12:00 AM IST
  • 1/8

জি-৭ বৈঠকে গিয়েছেন নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক নানা ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনার টেবিলে বসেছেন। তার ফাঁকেই ব্যক্তিগত আলাপচারিতাও হয়েছে। প্রীতি বিনিময়ের সঙ্গে রাষ্ট্রনেতাদের উপহারও দিয়েছেন প্রধানমন্ত্রী। 
 

  • 2/8

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি 'গুলাবি মিনাকারি' ব্রোচ এবং কাফলিঙ্ক সেট উপহার দিয়েছেন মোদী। খাঁটি রুপো দিয়ে করা হয় কারুকার্য। এর উপরে মিনা কাচ এবং বেদানা বীজের গুঁড়ো আটকানো হয়। আগুনের আঁচে এই শিল্পকর্ম হালকা গোলাপি রঙ ধারণ করে। তাই এই শিল্পকর্মের নাম 'গুলাবি মিনাকারি'।  

  • 3/8

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে উত্তরপ্রদেশের কালো মাটির একটি সেট উপহার দিয়েছেন মোদী। উত্তর প্রদেশের নিজামবাদের মাটি দিয়ে এই কালো পাত্র তৈরি হয়। মাটির মধ্যে জিঙ্কের জন্য রং এমন হয়। আঁচে দেওয়ার আগে সর্ষের তেল লাগানো হয় পাত্রে। 

  • 4/8

উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলা বিখ্যাত হাতে আঁকা নকশার টি সেট। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে এই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্ল্যাটিনাম রঙের উপর হাতে নকশা করা চায়ের কাপ-প্লেট এবং কেটলির সেট। ব্রিটেনের রানি এলিজাবেথের দ্বিতীয়-এর সিংহাসনে বসার ৭০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্লাটিনাম রং করা হয়েছে।  

  • 5/8

সুগন্ধীর জন্য বিখ্যাত ফরাসীদের দেশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁকে লখনউতে জারদোজি বাক্সে সুগন্ধি আতর উপহার দিয়েছেন মোদী। ফরাসি জাতীয় পতাকার রঙের জরির এই জারদোজি বাক্সটি।  ঐতিহ্যবাহী ইন্দো-পার্সিয়ান মোটিফ, পদ্মফুলের নকশা এবং অবধের কারুকার্য রয়েছে এতে। বাক্সে চন্দনের আতর, আতরের মাটি, জুঁই তেল, আতর গুলাব, আতর সামানা-সহ মোট ৬ টি শিশি রয়েছে। 

  • 6/8

মোরাদাবাদের খোদাই করা ধাতবপাত্র উপহার পেয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ।   উপহার দিয়েছেন মোদী। স্থানীয় ভাষায় এই শিল্পকর্মকে মারোদি বলে। হাতুড়ি ঠুকে এই কারুকার্য তৈরি করা হয়। হাতে খোদাই করা এই পিতলের পাত্রের জন্য মোরাদাবাদ বিখ্যাত। মোরাদাবাদ উত্তর প্রদেশের 'পিতল নগরী'।

  • 7/8

প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই বিশেষ শিল্পকলা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, সুলতানপুর এবং অমেঠী জেলায় প্রসিদ্ধ। মুঞ্জ ঘাসের ঝুড়ি এবং সুতির পাপোশ তৈরি করা হয়। সীতাপুরের সুতির পাপোশও বিখ্যাত। সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সালকে এই ঝুড়ি ও পাপোশ  উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।

  • 8/8

শিল্পকর্মে শ্রী রাম, সীতা, হনুমান এবং জটায়ু। উত্তর প্রদেশের মন্দির-নগরী বারাণসীর এই শিল্প। গুলার কাঠের মূর্তির উপর লাক্ষার আস্তরণ দিয়ে তৈরি হয়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো বিডোডোকে এই উপহার দিয়েছেন মোদী। ইসলামিক দেশ হলেও ইন্দোনেশিয়ায় রাম প্রসিদ্ধ। সেখানে রামায়ণ নাটকও হয়। 

Advertisement
Advertisement