Advertisement

স্পেশাল

Sealdah Station: গাছগাছালিতে সেজে উঠেছে শিয়ালদা, চারপাশে স্নিগ্ধতার পরশ

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jun 2022,
  • Updated 9:39 PM IST
  • 1/12

Eastern Railway Sealdah Station: শিয়ালদা। দেশের অন্যতম এক ব্যস্ত রেলওয়ে স্টেশন। সকাল থেকে রাত মানুষের ভিড়।

  • 2/12

লাখ লাখ মানুষের আনাগোনা। রুটিরুজির সন্ধানে দূর-দূরান্ত থেকে মানষ শিয়ালদায় আসেন। সেখান থেকে ছড়িয়ে পড়েন এদিক-সেদিক। আবার ট্রেন ধরে বাড়ি ফেরা সেই শিয়ালদা। সেখান থেকেই ফিরে যান বাড়িতে। সেই শিয়ালদা সেজে উঠেছে। দেখলে তাক লেগে যেতে হয়। 

  • 3/12

তবে শিয়ালদা থেকে যে শুধু লোকাল ট্রেন চলে, তা নয়। সেখান থেকে একের পর এক দূরপাল্লার ট্রেন ছাড়ে। অজস্র মানুষের ভরসা এই স্টেশন। সেই শিয়ালদার আশপাশ সুন্দর করে সাজিয়ে তুলেছে পূর্ব রেলওয়ে।

  • 4/12

বসানো হয়েছে একের পর এক গাছ, রং করা হয়েছে স্টেশন এবং চারপাশ। ঝাড়পোঁছ দিয়ে সাফসুতরো করা হয়েছে। দেখলে চমকে যেতে হবে। 

  • 5/12

ঘটনা হল প্রতিদিন এত মানুষের ভিড়ে এ রকম একটি স্টেশন এবং তার চারপাশ পরিষ্কার রাখা বেশ কষ্টকর কাজ। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। 

আরও পড়ুন: টয়লেট সিটের একটা ভুলেই এই রোগ, কী বলছেন ডাক্তাররা?

আরও পড়ুন: দেখতে 'Cute', লাগে না লাইসেন্স, এক চার্জেই চলে ১০০ কিলোমিটার

আরও পড়ুন: ITR ফাইল করে ভেরিফাই করিয়েছেন তো? না হলে গুণতে হবে মোটা টাকা

  • 6/12

তা সে যত চেষ্টাই করা হোক না কেন। কারণ বিভিন্ন রকমের মানুষ সেখানে হাজির হন সেখানে। তাদের মধ্যে কেউ কেউ স্টেশন বা তার আশপাশ ময়লা করেন শুধু ফেলেন। 

  • 7/12

তারপরও রেলকর্তারা যেন চ্যালেঞ্জ নিয়েছিলেন সেই স্টেশন সাজিয়ে-গুছিয়ে তোলা হবে। সেখানে লাগানো হয়েছে বেশ কয়েকটি গাছ। 

  • 8/12

চারিদিকে সবুজের খেলা। দেখলে মন শান্ত হয়ে যাবে। আর অপরিচ্ছন্ন-ময়লা চত্বর কোথায় যেন দূর হয়ে গিয়েছে কোন ম্যাজিকের ছোঁয়া লেগে!

  • 9/12

ঘটনা হল ট্রেন ধরার আগে হয়তো বাগান দেখার জন্য বা এত সুন্দর সাজানো দেখে অনেকে থমকে যেতে পারেন! দুম করে কেউ সেখানে পৌঁছে গেলে চেনাও দায় হতে পারে। সেই পুরনো শিয়ালদার সঙ্গে নতুন শিয়ালদাকে মেলানো যায় না মোটেই।

  • 10/12

সৌন্দর্যায়নের ব্য়াপারে পূর্ব রেল জানিয়েছে, স্টেশনের চারপাশকে সুন্দর করার পাশাপাশি গ্রিন হাউস প্রভাব নিয়ন্ত্রণের জন্য গাছ ও আলংকারিক উদ্ভিদের সমন্বয়ে সেজে উঠেছে শিয়ালদা। স্টেশনের মূল প্রবেশদ্বারের কাছে একটি সুন্দর বাগান তৈরি করা হয়েছে। 

  • 11/12

পূর্ব রেলওয়ে আরও বেশি সবুজ লাগানো এবং ছোট বনের তৈরির প্রচেষ্টা করছে। 

  • 12/12

স্টেশন এবং চারপাশের এলাকায় তা করা হচ্ছে। একটি গ্রিন কার্বন নিউট্রাল সবুজ কার্বন নিরপেক্ষ রেলওয়ে জোন গড়ে তোলার দিকে একটি পদক্ষেপ এটা। 

Advertisement
Advertisement