Advertisement

খেলা

Ashes-এ রোমাঞ্চ, একজন ব্যাটসম্যানকে ঘিরে ধরলেন ফিল্ডাররা, দেখুন

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 09 Jan 2022,
  • Updated 5:49 PM IST
  • 1/10

চলতি অ্যাশেজ সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া। সম্মান রক্ষার লড়াইয়ে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ড। কোনও মতে টেস্ট ড্র করল তারা। কঠোর পরিশ্রম করেও ইংল্যান্ডের শেষ উইকেট ফেলতে পারেনি অস্ট্রেলিয়া।

  • 2/10

দারুণ উপভোগ্য হয় এই টেস্ট কয়েক ওভারের মধ্যে অস্ট্রেলিয়াকে একটি উইকেট তুলতে হতো ক্রিজে ছিলেন স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন দুজনের কাউকেই আউট করতে পারেনি অজিরা।

  • 3/10

ফাস্ট বোলার যে সময় বল করছিলেন তখন অসি অধিনায়ক প্যাট কামিন্স স্লিপে চারজন কে দাঁড় করান এছাড়াও গালি লেগ গালি ও লেগ স্লিপকেও নিয়ে আসেন। ব্যাটারের চারপাশে ঘিরে দাঁড়িয়ে ছিলেন ফিল্ডাররা। তবুও উইকেট পড়েনি।

  • 4/10

ঠিক একই জিনিস ঘটে স্পিনার বল করতে আসার সময় শর্ট লেগ, স্লিপ, লেগ স্লিপ, কভারে দাঁড়িয়ে ছিলেন অজী ফিল্ডাররা শেষ দিকে তাড়াতাড়ি ওভার করানোর জন্য স্পিনারদের দিয়েই উইকেট তোলার চেষ্টা করতে থাকেন কামিন্স শেষ ওভারে নিয়ে আসেন স্টিভ স্মিথকে।

  • 5/10

 ইংল্যান্ডের যখন মাত্র এক উইকেট বাকি তখন সমস্ত ইংল্যান্ড সমর্থকদের হৃদ কম্পন বাড়তে থাকে এমনকি বেন স্টোকস কেউ বেশ উদ্বিগ্ন লাগছিল নিজের টি শার্টে মুখ ঢেকে রেখেছিলেন তিনি।

  • 6/10

একটা সময় স্টুয়ার্ট ব্রড বাউন্সার থেকে বাঁচতে বল ডাক করে মাটিতে পড়ে যান তার কাঁধ ঘেষে চলে যায় বল।

  • 7/10

পাঁচ ম্যাচের অ্যাশেজে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে পরপর তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ড্র হল বাকি থাকল পঞ্চম টেস্ট।

  • 8/10

এই টেস্টের শুরুতেই অস্ট্রেলিয়া দলে দারুন কামব্যাক করেছেন ওসমান খজা। দুই ইনিংসেই শতরান করেছেন তিনি। প্রায় আড়াই বছর পর অস্ট্রেলিয়া দলে ফিরলেন খজা। 

  • 9/10

ম্যাচ বাঁচানোর পর দুই ব্যাটারের চোখ-মুখ দেখলেই বোঝা যাচ্ছে কতটা চাপের মধ্যে ছিলেন অ্যান্ডারসন ও ব্রড।

  • 10/10

এই টেস্টে বল হাতে একটি উইকেট পেয়েছেন স্টিভ স্মিথ। জ্যাক লিচকে আউট করেন তিনি। ২০১৬ সালের পর টেস্টে প্রথম উইকেট নিলেন তিনি।

Advertisement
Advertisement