Advertisement

খেলা

'গুরু' কোহলি, 'শিষ্য' পাডিক্কলের লড়াইয়ের প্রশংসা রবি শাস্ত্রীর

কৌশিক বিশ্বাস
  • 23 Apr 2021,
  • Updated 6:47 PM IST
  • 1/5

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গতকাল ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনার দেবদত্ত পাডিক্কল। এই যুগলবন্দির দৌলতেই স্যামসন ব্রিগেডকে কোহলিরা ১০ উইকেটে পরাস্ত করে। ম্যাচ শেষ হওয়ার পর ব্যাঙ্গালোরের এই দুই ব্যাটসম্যানকে প্রশংসায় ভরিয়ে দেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী।

  • 2/5

ম্যাচের পর শাস্ত্রী'জি টুইট করে জানান, "ছাত্র এবং তাঁর শিক্ষক আজ একটা দুর্দান্ত ম্যাচ উপহার দিল। একটা অসাধারণ ম্যাচ দেখলাম। এই বাঁহাতি ব্যাটসম্যান জয়ের লক্ষ্যমাত্রাকে একেবারে সহজ করে দিয়েছিল@devdpd07 @imVkohli @RCBTweets #RCBvsRR #IPL2021।"

  • 3/5

গতকাল আইপিএল কেরিয়ারের প্রথম শতরানটি করলেন দেবদত্ত পাডিক্কল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনিং জুটিতে ১৮১ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। অবশেষে চার ওভার বাকি থাকতেই আরসিবি এই ম্যাচটা সহজে জিতে যায়।

আরও পড়ুন : 

"সেঞ্চুরি তো পরেও আসবে, তুমি ম্যাচটা শেষ করো", বিরাটকে বললেন পাডিক্কল

  • 4/5

বৃহস্পতিবার মাত্র ৫২ বলে ১০২ রানে অপরাজিত থাকেন পাডিক্কল। তিনি ১১টি চার এবং ছ'টি ছক্কা হাঁকিয়েছেন। এই ম্যাচে ব্যাক সিটে বসে পাডিক্কলের ইনিংস উপভোগ করেছিলেন বিরাট কোহলি। প্রথম ১০ ওভার তো তিনি খুব একটা বেশি বাউন্ডারি না হাঁকিয়ে, শুধুমাত্র স্ট্রাইক রোটেট করে গিয়েছেন।

আরও পড়ুন :

IPL 2021 : এই দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম : দেবদত্ত

  • 5/5

১০ ওভারের পর কিছুটা হাত খুলে খেলতে শুরু করেন বিরাট। যাইহোক ম্যাচের শেষে তিনি ৪৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন :

IPL 2021 : ইতিহাস গড়লেন বিরাট, প্রথম ক্রিকেটার হিসেবে করলেন ৬০০০+ রান

Advertisement
Advertisement