Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Kolkata Summer Update : উত্তরবঙ্গে স্বস্তির বৃষ্টি, দক্ষিণে নিস্তার কবে? রইল পূর্বাভাস

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 09 Apr 2022,
  • Updated 1:58 PM IST
  • 1/10

Bengal Kolkata Summer Update: দক্ষিণবঙ্গের মানুষ গরমে নাজেহাল। কবে যে বৃষ্টি হবে, তার দিন গুনছেন। তাপমাত্রা চড়ছে। 

আরও পড়ুন: কেন লতা মঙ্গেশকরের প্রথম গান কখনও রিলিজ করেনি?

আরও পড়ুন: দিলীপ কুমার প্রশ্ন তুলেছিলেন লতা মঙ্গেশকরের উচ্চারণ নিয়ে, বড়ই আকর্ষণীয় ঘটনা

  • 2/10

তবে তাঁদের আশা পূরণ হতে এখনও কিছুটা সময় লেগে যাবে। কারণ আলিপুর আবহওয়া দফতর দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি। উত্তরবঙ্গে অবশ্য ছবি আলাদা। সেখানে বৃষ্টি হবে কয়েকটি জেলায়।

  • 3/10

শনিবার আলাপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বৃষ্টি হওয়ার মতো কোনও সিস্টেমও নেই। 

  • 4/10

তাঁরা আরও জানাচ্ছেন, এই মুহূর্তে একটি অক্ষরেখা রয়েছে যেটি সিকিম থেকে ঝাড়খন্ড পর্যন্ত বিস্তৃত। 

  • 5/10

এর ফলে যে বৃষ্টি হবে পুরোটাই উত্তরবঙ্গের ওপরে হবে। উত্তরবঙ্গের পাঁচটি জেলা তা হবে।

  • 6/10

যে ৫ জেলায় বৃষ্টি হবে সেগুলো হল- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এই পাঁচটি জেলায় আগামী তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

  • 7/10

এর পাশাপাশি সিকিমেও বৃষ্টি হবে। তবে বাংলার দিনাজপুর বা বাকি জেলাতে সে সম্ভাবনা নেই।  
 

  • 8/10

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে তাপমাত্রা আরও একটু কমতে পারে।

  • 9/10

এখন এটাই যা বাঁচোয়া। কলকাতার ক্ষেত্রে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা। ফলে বৃষ্টির জন্য আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। এ ছাড়া কোনও উপায় নেই। ততক্ষণে গরম জ্বালাবে। তা সহ্য করে নিতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে।

  • 10/10

রাজ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা রযেছে? এ ব্য়াপারে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে তাপপ্রবাহের কোন সতর্কবার্তা নেই। এই পরিস্থিতির কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপপ্রবাহের যে মাপকাঠি থাকে, সেগুলো দেখা যাচ্ছে না। বাংলায় তেমন পরিস্থিতি নেই। সাধারণ থেকে ২-১ ডিগ্রি ওপরে থাকবে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement