Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Monsoon Kolkata Rain Forecast : দুয়ারে বর্ষা! হবে ভারী বৃষ্টি, কোন কোন জেলায়?

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 03 Jun 2022,
  • Updated 5:19 PM IST
  • 1/11

Bengal Monsoon Kolkata Rain Forecast: অপেক্ষা শেষ হল বলা যায়। শুক্রবার বাংলায় বর্ষা চলে এসেছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 2/11

এর জেরে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। 

  • 3/11

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তরবঙ্গে বর্ষা চলে এসেছে। এদিন বর্ষা আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদরা। তার পূর্বাভাস মিলে গেল।

  • 4/11

আর তা মিলিয়ে বর্ষা এলা বঙ্গে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও একটু এগিয়ে পুরো উত্তর-পূর্ব ভারত কভার করে ফেলেছে। এমনই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। 

  • 5/11

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের একটা অংশ এবং সিকিমে প্রবেশ করেছে। উত্তরবঙ্গে মূলত শিলিগুড়িতে ইতিমধ্যে প্রবেশ করেছে বর্ষা। 

  • 6/11

উত্তরবঙ্গে এর ফলে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ওপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হবে। 

  • 7/11

সেখানকার যে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেগুলো হল- দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার। মালদা, দিনাজপুরে এখনও বর্ষা প্রবেশ করিনি।

আরও পড়ুন: পুলিশকে ইঁট-গাড়ি ভাঙচুর, পাল্টা লাঠিচার্জ, বাম ছাত্রযুবদের কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা

আরও পড়ুন: প্রস্রাব থেকে দুর্গন্ধ? হতে পারে এই সব রোগের লক্ষণ, সতর্ক হন

আরও পড়ুন: দেদার AC, ফ্রিজ, কুলার চালানোর পরও আসবে কম বিল, দেখে নিন উপায়

  • 8/11

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। আকাশ মেঘলা থাকবে। তাই দিনের তাপমাত্রা খুব একটা বাড়বে না। যেটা আছে, সেটাই থাকবে। তাপমাত্রা কম থাকছে। কিন্তু জলীয়বাষ্প থাকার জন্য আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে ও বাড়বে। যত জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে, তত অস্বস্তি বাড়বে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও আবহাওয়া আরামদায়ক বলা যায় না মোটেই। 

  • 9/11

কলকাতাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এবং বিকেলের দিকে হালকা ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • 10/11

বাংলায় ৭ জুন সাধারণত বর্ষা আসার দিন। তবে এবার চার দিন আগে বর্ষা চলে এল উত্তরবঙ্গে। আগে-পরে বর্ষা আসার ঘটনা আগেও ঘটেছে জানাচ্ছ আলিপুর। 

  • 11/11

দক্ষিণবঙ্গেও বর্ষা এলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তখন স্বস্তি পেতে পারেন মানুষ। তব সেখানে কখন বর্ষা ঢোকে, তার জন্য কতদিন অপেক্ষা করতে হয়, সেটাই দেখার। 

Advertisement
Advertisement