Advertisement

পশ্চিমবঙ্গ

Deucha Pachami Coal Block : বামেদের দেউচা-পাচামি বিরোধী সভায় বাধা, গ্রেফতার CPIM নেতা

ভাস্কর মুখোপাধ্যায়
  • বোলপুর,
  • 18 Feb 2022,
  • Updated 10:56 PM IST
  • 1/12

Deucha Pachami Coal Block: দেউচা-পাচামিতে প্রস্তাবিত কয়লা খনি (Deucha Pachami Coal Block) বিরোধী বামেদের পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠল। সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ গ্রেফতার। ২ বাম নেতাকে আটক করা হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ দেখায় সিপিআইএম।

 

  • 2/12

দেউচা-পাচামিতে প্রস্তাবিত কয়লা খনি বিরোধী পথ সভায় বাধা দেওয়া অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। বোলপুরের বকুলতলায় মাইক বাজিয়ে পথসভা করার অনুমতি আছে কিনা জানতে চায় প্রশাসন।

  • 3/12

পরে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মাইক বাজেয়াপ্ত করে বোলপুর থানার পুলিশ। সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ সহ তিন নেতাকে আটক করা হয়। যা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। সিপিআইএমের অভিযোগ, উদ্যেশ্যপ্রণোদিত ভাবে পুলিশ তাদের সংবর্ধনা সভা বানচাল করেছে।

 

  • 4/12

প্রসঙ্গত, দেউচা-পাচামি খোলামুখ কয়লাখনির বিরুদ্ধে কলকাতা থেকে দিন কয়েক আগে যাত্রা শুরু করেছেন বাম সমর্থিত "বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চ।"

  • 5/12

শুক্রবার বোলপুরে তাঁদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বামেদের পক্ষ থেকে। বকুলতলায় একটি পথসভার আয়োজন করা হয়। 

 

  • 6/12

বীরভূমের দেউচা-পাচামিতে বিশ্বের অন্যতম বৃহত্তম খোলামুখ কয়লা খনি হতে চলেছে। এই প্রস্তাবিত কয়লা খনির জন্য কয়েক হাজারের মানুষের বসতি সরাতে হবে। 

  • 7/12

এ জন্য রাজ্য সরকারকে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দিয়েছেন, যে সব পরিবারের জমি নেওয়া হবে তাঁদের আর্থিক প্যাকেজ দেওয়ার পাশাপাশি পরিবার পিছু একজন করে সরকারি চাকরি দেওয়া হবে। 

 

  • 8/12

কয়লা খনির জন্য জমি নেওয়ার বিরোধিতা করে  প্রথম থেকেই সরব বামেরা। তারা এর জন্য আন্দোলন চালিয়ে আসছে। তাদের অভিযোগ যে প্যাকেজ দেওয়ার হচ্ছে তাতে জমিহারাদের কোনও লাভ হবে না।

  • 9/12

কয়লা খনির প্রতিবাদে বাম সমর্থিত "বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চ" তৈরি করা হয়েছে। এই মঞ্চের প্রতিনিধিরা ১৫ ফেব্রুয়ারি কলকাতা থেকে যাত্রা শুরু করে। শুক্রবার তাঁদের সংবর্ধনা সভার আয়োজন করা হয় বোলপুরের বকুলতলা রাস্তার মোরে। 

 

  • 10/12

সভা চলার সময় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ম্যাজিস্ট্রেট ও বোলপুর থানার পুলিশ আসে। অনুমতি রয়েছে কিনা দেখতে চায় প্রশাসনের লোকজন। পরে পথসভা থেকে বাইক, তার বাজেয়াপ্ত করে পুলিশ। মাইক ছাড়াই পথসভা চালিয়ে যায় বাম সমর্থিত দেউচা-পাচামি খোলামুখ কয়লা খনি বিরোধী ওই জনমঞ্চ। বোলপুর থানার পুলিশ সিপিএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ সহ তিন বাম নেতাকে আটক করে।  পরে গৌতমবাবুকে গ্রেফতার করা হয়।

  • 11/12

ম্যাজিস্ট্রেট নবদীপ্ত মণ্ডল জানান, বোলপুরে পুরসভা নির্বাচন আসছে। তাই নির্বাচনী বিধি মেনে সভা হচ্ছে কিনা দেখছে প্রশাসন।

 

  • 12/12

মঞ্চের পথ থেকে বাম নেতা কুন্তল রুদ্র বলেন, "জনবিরোধী কয়লা খনির বিরোধিতা করছি আমরা। তাই প্রশাসন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাধা দিচ্ছে আমাদের। আমরা কোনও রাজনৈতিক সভা করিনি। বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছি মাত্র। তাতেও বাধা দিচ্ছে পুলিশ।"

Advertisement
Advertisement