Advertisement

পশ্চিমবঙ্গ

'রাজ্যে মিলছে আফগানি টাকা, সন্ত্রাসের আঁতুড়ঘর,' নিশানা দিলীপের

শাজাহান আলী
  • মেদিনীপুর,
  • 30 Aug 2021,
  • Updated 11:32 AM IST
  • 1/8

দু'দিনের  কর্মসূচিতে মেদিনীপুর শহরে এসেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 
 

  • 2/8

নিজের এলাকায় পৌঁছেই  সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে শহর ভ্রমণে বেরিয়ে পড়েন দিলীপবাবু।
 

  • 3/8

সাধারণ মানুষের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি  শহরের রাস্তার পাশে স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন সেন্টার পরিদর্শন করলেন তিনি।
 

  • 4/8

প্রাতভ্রমণে বেরিয়ে  মেদিনীপুর কলেজ মাঠে  কিছুক্ষণ ফুটবল নিয়ে খেলতেও দেখা যায় বিজেপি রাজ্য সভাপতিকে। 
 

  • 5/8

পরে মাঠে হাঁটতে আসা লোকজনের সঙ্গে  চায় পে চর্চায় মাততে দেখা যায় দিলীপবাবুকে।

  • 6/8


সাংবাদিকদের মুখোমুখি হয়ে জন্মাষ্টমীর দিন সকালে  স্বভাবসুলভ ভঙ্গিতেই পাওয়া যায় বিজেপি রাজ্য সভাপতিকে। দিলীপ ঘোষ বলেন,  'রাজ্যে সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি হচ্ছে।'  তাঁর আরও সংযোজন, 'এই রাজ্যটা বরাবরই এরকম রয়ে গেছে। আকালির উগ্রবাদীরা এখানে এসে আশ্রয় নেয়। গ্যাংস্টা,মনিপুর,আসাম মিজোরামের,উগ্রবাদীরা এখানে আশ্রয় নিচ্ছে এবং ধরা পড়ে যায়। বাংলাদেশের সিমি জামাত উগ্রবাদী রোহিঙ্গা অনুপ্রবেশকারী সকলেই এখানে এসে আশ্রয় নেয়। এমনটাই কেন হয়?' 

  • 7/8

দিলীপ ঘোষ বলেন, ' আন্তর্জাতিক স্তরের বিশেষ একটি পদার্থ এখানে উদ্ধার হলো যার মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা। আফগানিস্তানের টাকা এখানে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। বারবার কেন বিস্ফোরণের ঘটনা ঘটবে?  এই সমস্ত কারণে বাংলার প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে চিন্তার প্রয়োজন রয়েছে। মানুষকে সতর্ক হওয়া দরকার রয়েছে। সরকার যদি সতর্ক না হয় এখানকার সমাজ জীবন নষ্ট হয়ে যাবে।'

  • 8/8

চায় পে চর্চা  পর পুনরায় রিং রোড হয়ে হেঁটে কেরানিতলা এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্রে টিকাকরন প্রক্রিয়া পরিদর্শন করেন দিলীপবাবু। কথা বলেন লাইনে দাঁড়ানো লোকজনের সঙ্গে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement