Advertisement

পশ্চিমবঙ্গ

পুলিশের হেফাজতে যুবকের মৃত্যু, পালটা বিক্ষোভে রণক্ষেত্র বরাকর

অনিল গিরি
  • বরাকর,
  • 06 Jul 2021,
  • Updated 4:25 PM IST
  • 1/6

পুলিশ হেফাজতে থাকাকালীন যুবকের রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল কুলটির বরাকর পুলিশ ফাঁড়ি এলাকা। মহম্মদ আরমান নামে ওই যুবকের মৃত্যু হয় আসানসোল জেলা হাসপাতালের পুলিশ সেলে। 

  • 2/6

মঙ্গলবার আরমানের মৃত্যুর খবর পেয়েই তার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

  • 3/6

আরমানের পরিবার ও স্থানীয়দের দাবি, সোমবার আরমানকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁর ওপর অত্যাচার চালান হয়। সেই ঘটনার জেরেই মৃত্যু হয়েছে আরমানের। 

  • 4/6

ক্রমে বিক্ষোভ কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ইটপাটকেল ছোড়া হয় ফাঁড়িতে। দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় দোকান বাজার। 

  • 5/6

এরপর কুলটি থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। জানা গিয়েছে, ছিনতাইয়ের অভিযোগ মহম্মদ আরমানকে সোমবার রাতে আটক করে পুলিশ।

  • 6/6

কিন্তু কীভাবে আরমান জেলা হাসপাতালে পৌঁছাল ও তার মৃত্যু হল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement