দুর্ঘটনার কবলে মন্তেস্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি (Siddiqullah Chowdhury)। অল্পের জন্য প্রাণে বাঁচলেন মন্ত্রী। তবে তিনি হাতে আঘাত পেয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, বিধানসভা থেকে পূর্ব বর্ধমানের কাটোয়ার করজ গ্রামে নিজের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
পূর্ব বর্ধমানের মেমারী কাটোয়া রোডে কামালপুরের কাছে মন্ত্রীর গাড়ির সামনের ডানদিকের চাকা পাংচার হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় মন্ত্রীর গাড়ির।
সেইসময় গাড়ির গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারের মতো ছিল। যার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান মন্ত্রী। দুর্ঘটনার সময় চালকের পাশের আসনেই বসেছিলেন সিদ্দিকুল্লা। প্রাণে বেঁচে গেলেও হাতে আঘাত পান তিনি।
ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান মন্ত্রীর নিরাপত্তারক্ষী ও গাড়ির চালক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেমারী থানার পুলিশ। তারপর মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে উদ্ধার করে পুলিশের গাড়িতেই তাঁর গ্রামের বাড়িতে পৌঁছে দেওয় হয়।