Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : আজও ভিজতে পারে কলকাতা, রইল দুই বঙ্গের আবহাওয়ার খবর

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jun 2021,
  • Updated 7:51 AM IST
  • 1/6

আজও বৃষ্টির পূর্বভাস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে আজ বুধবার শহর কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি। 

  • 2/6

তবে শুধু এদিনই নয়, লাগাতার ৩ দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এরমধ্যে বৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে।

  • 3/6

সেক্ষেত্রে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, অন্যদিকে বীরভূম, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে বষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে ৩ দিন পর থেকে দক্ষিণবঙ্গে কিছুটা হলেও কমতে পারে বৃষ্টি। 

  • 4/6

অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ২-৩ দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 5/6

তবে বৃষ্টি হলেও দিলের তাপমাত্রা কমার কেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। এক্ষেত্রে দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি একইরকম থাকবে, অন্যদিকে সর্বনিম্ন তাপামাত্রা কিছুটা হলেও বাড়তে পারে।

  • 6/6

যেমন বুধবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপামাত্রা মোটামুটি ৩৫ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম বলেই জানা যাচ্ছ। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement