Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : পুজোয় ৩ দিন এই জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা, জানাল হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Oct 2021,
  • Updated 8:29 AM IST
  • 1/8

এই বছর বাংলা থেকে বর্ষার বিদায় কিছুটা পিছোতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল হাওয়া অফিস। এবার আরও একবার তেমনটাই ইঙ্গিত। আর শুধু তাই নয়, পুজোতেও (Durga Puja 2021) রয়েছে বৃষ্টির আশঙ্কা।

  • 2/8

এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া (Alipore Weather Office) দফতর জানাচ্ছে, অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির আশঙ্কা। 

  • 3/8

আলিপুর আবহাওয়া দফতর বলছে, উৎসবের দিনগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হতে পারে হালকা থেকে মাঝারি এবং বাকি জেলাগুলিতে হতে পারে হালকা বর্ষণ। অর্থাৎ দেখতে গেলে পুজোর প্রধান চারদিনের মধ্যে ৩ দিনই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। 

  • 4/8

এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আন্দামান সাগরে আগামী ১০ তারিখ নাগাদ তৈরি হতে পারে নিম্নচাপ, যার অভিমুখ হবে ওড়িশা ও অন্ধ্র উপকূল। এরই প্রভাবে বাংলার উপকূলবর্তী অঞ্চলে হতে পারে বেশি বৃষ্টি।

  • 5/8

তবে পুজোর আগে আকাশ পরিষ্কার থাকবে বলেই জানা যাচ্ছে। অর্থাৎ, আগামিকাল শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal) বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকী আকাশও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বলে জানা যাচ্ছে।

  • 6/8

তবে দক্ষিণবঙ্গে অষ্টমী থেকে বৃষ্টির আশঙ্কা থাকলেও উত্তরবঙ্গে (North Bengal) পুজোর দিনগুলিতে আকাশ পরিষ্কার থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। 

  • 7/8

এদিকে শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় আজও আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই জানা যাচ্ছে। সঙ্গে কয়েক জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।

  • 8/8

এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, এটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement