West Bengal Weather Update: রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমি ঝঞ্ঝার কারণে এই পরিস্থিতি। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। গত কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: এক চার্জেই কলকাতা থেকে গঙ্গাসাগর, কামাল মহিন্দ্রা Treo-র
তারপর ৪-৫ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক। আগামী ২-৩ দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমবে।
আরও পড়ুন: শিশুকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে নজর দিন এই ৫ দিকে, চনমনে থাকবে সন্তান
কলকাতায় ১৫ জানুয়ারি আংশিক মেঘলা আকাশ থাকবে। ১৬ থেকে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি চলছে।
আরও পড়ুন: ভারতে রোজ ২২৯ ব্যাঙ্কিং ফ্রড, ৭ বছরে উধাও ৬ লক্ষ কোটি টাকা, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত?
উত্তরবঙ্গর বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার।
আরও পড়ুন: ইকো-পার্ক-চিড়িয়াখানা ৩০, জাদুঘর ৫০, বাকি জায়গায় খরচ কেমন?
আজ, শনিবার ১৫ জানুয়ারি দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: বড়দিন থেকে বাড়ছে মেট্রোর সংখ্য়া, ভিড় সামলাতে এই ব্য়বস্থা
৩-৪ দিন উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকবে।
আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ২-৩ কমবে। সকালের দিকে কুয়াশা থাকবে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হচ্ছে।
আজ, শনিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে পারে? আলিপুর জানাচ্ছে, আজ কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ এবং ১৬ ডিগ্রি সেলসিয়াস।
আংশিক মেঘলা আকাশ এবং দু-এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কাল, রবিবার কলকাতায় কুয়াশা থাকতে পারে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।