Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update : উত্তরবঙ্গে শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গে ভিজবে কয়েকটি জেলা, পড়বে ঠান্ডা

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 15 Jan 2022,
  • Updated 8:21 AM IST
  • 1/10

West Bengal Weather Update: রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমি ঝঞ্ঝার কারণে এই পরিস্থিতি। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। গত কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: তেতোর অনেক গুণ, হিসেব মতো না খেলেই ভয়ঙ্কর বিপদ

  • 2/10

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: এক চার্জেই কলকাতা থেকে গঙ্গাসাগর, কামাল মহিন্দ্রা Treo-র

  • 3/10

তারপর ৪-৫ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক। আগামী ২-৩ দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমবে।

আরও পড়ুন: শিশুকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে নজর দিন এই ৫ দিকে, চনমনে থাকবে সন্তান

  • 4/10

কলকাতায় ১৫ জানুয়ারি আংশিক মেঘলা আকাশ থাকবে। ১৬ থেকে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি চলছে।

আরও পড়ুন: ভারতে রোজ ২২৯ ব্যাঙ্কিং ফ্রড, ৭ বছরে উধাও ৬ লক্ষ কোটি টাকা, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত?

  • 5/10

উত্তরবঙ্গর বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার।

আরও পড়ুন: ইকো-পার্ক-চিড়িয়াখানা ৩০, জাদুঘর ৫০, বাকি জায়গায় খরচ কেমন?

  • 6/10

আজ, শনিবার ১৫ জানুয়ারি দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: বড়দিন থেকে বাড়ছে মেট্রোর সংখ্য়া, ভিড় সামলাতে এই ব্য়বস্থা

  • 7/10

৩-৪ দিন উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকবে।

 

  • 8/10

আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ২-৩ কমবে। সকালের দিকে কুয়াশা থাকবে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হচ্ছে।

 

  • 9/10

আজ, শনিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে পারে? আলিপুর জানাচ্ছে, আজ কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ এবং ১৬ ডিগ্রি সেলসিয়াস। 

 

  • 10/10

আংশিক মেঘলা আকাশ এবং দু-এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কাল, রবিবার কলকাতায় কুয়াশা থাকতে পারে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement