Advertisement

পশ্চিমবঙ্গ

Asansol Municipal Election Results 2022: লটারিতে নতুন কাউন্সিলর পেল আসানসোল, জানুন কী করে

অনিল গিরি
  • আসানসোল,
  • 14 Feb 2022,
  • Updated 9:41 PM IST
  • 1/11

Municipal Election Results in Asansol 2022: সবুজ ঝড় বয়েছে আসানসোল পুরসভার ভোটে। এই অবস্থাতে দীর্ঘ সময় ধরে বামেদের দখলে থাকা ৩১ নম্বর ওয়ার্ডের দখলও পেল তৃণমূল। তবে একটু ভিন্ন পদ্ধতিতে। এই ওয়ার্ডে তৃণমূল (TMC) প্রার্থী আশা প্রসাদ ও বাম প্রার্থী সিপিআইএম (CPIM)-এর তনুশ্রী রায় দু'জনে পক্ষেই ভোট পড়েছিল একেবারে সমান সমান।

আরও পড়ুন: কাঁচা বাদাম এবার ভোজপুরিতে, রাকেশ মিশ্রার ভিডিও VIRAL

  • 2/11

তাঁরা ২৩৫৮টি করে ভোট পান। ফলে টাই হয়ে যায় এই ওয়ার্ডের ফল। 

  • 3/11

পুরনিগমের মুখ্য নির্বাচনী আধিকারিক অভিজ্ঞান পাঁজা লটারি করেন। তাতেই জয়ী হন তৃণমূল প্রার্থী।

 

  • 4/11

গোনার পর দেখা যায়, দুই পক্ষেরই ভোট একই। দু'টো কাগজে দু'টো নাম লেখা হয়। তারপর একটা জল রাখার জায়গায় তা রাখা হয়।

  • 5/11

তারপর একটা কাগজ বের করা হয়। দেখা যায়, তৃণমূল প্রার্থীর নাম উঠেছে। 

  • 6/11

জয়ের পরে আশাদেবী জানাচ্ছেন, দীর্ঘ সময় পরে বামেদের দখলে থাকা ওয়ার্ডে জয়ের আনন্দটাই অন্যরকম। আগামী সময়ে ৩৬৫ দিনই তিনি ওয়ার্ডের বাসিন্দাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

  • 7/11

তিনি আরও বলেন, "আমি খুব খুশি। টাই হয়েছিল। চিন্তিত ছিলাম। ৩৫ বছর ধরে সিপিআইএম এখানে রাজ করেছে। আমি খুব খুশি। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জন্য এখানে জয় পেয়েছি।" এই প্রথম ভোটে দাঁড়িয়েছেন তিনি।

 

  • 8/11

অন্যদিকে, বামপ্রার্থী তনুশ্রীদেবী জানান, এইভাবে জয় পরাজয় তিনি মানছেন না। দল ও আইনজীবিদের সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে আইনী পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছেন তিনি। তার অভিযোগ, এই ওয়ার্ডে প্রথম থেকেই ইভিএমে সমস্যা তৈরি হয়েছিল।

  • 9/11

পরে বুথ দখলের চেষ্টা হয় বামপ্রার্থী বলছেন মানুষের রায়ে আমার পরাজয় হয়নি। 

 

  • 10/11

তাঁর দাবি, "আমাকে হারানো হয়েছে। টস করার কথা বলি। তা করা হয়নি। লটারি করা হয়েছে। আমি বলেছিলাম টস করা হোক। এভাবে করা হলে তো ভোট করার দরকার নেই। মানুষের এত টাকা খরচ করার দরকার নেই তো।"

  • 11/11

তিনি আরও বলেন, "মানুষ তো আমাদের রিজেক্ট করেননি। এটাকে কোনও পদ্ধতি বলে আমি মেনে নিতে পারি না।"

Advertisement
Advertisement