Advertisement

পশ্চিমবঙ্গ

রাজ্যে দৈনিক COVID সংক্রমণ হাজারের নীচে, কমল কলকাতাতেও

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2021,
  • Updated 8:18 PM IST
  • 1/7


রবিবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা  ১৩০০ নীচে নেমে গিয়েছিল। আর সবাইকে স্বস্তি দিয়ে সপ্তাহের প্রথম দিন সোমবার সেই সংখ্যাটা হাজারের নীচে নেমে গেল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন।  ৩০ মার্চের পর ফের রাজ্যে এই প্রথম  দৈনিক সংক্রমণ নামল ৯০০-এর নীচে।
 

  • 2/7

গতকালের থেকে রাজ্যে দৈনিক মৃত্যু কমেছে। রবিবার  করোনা প্রাণ কেড়েছিল ২০  জনের। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১৮  জন। ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৭,৮১৭ জন।

  • 3/7

৫ জুলাই রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দঁড়িয়েছে  ১৭,৮১৭  জন। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৭.৬৩ শতাংশ। মৃত্যু হার ১.১৮ শতাংশ। 

  • 4/7


গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ১,৬৯৭ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৭০ হাজার ৫১২। আর বাংলায় এখনও পর্যন্ত মোট কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৬ হাজার ২৭৯  জন। 

  • 5/7

রাজ্যে সংক্রমণ কমলেও এতদিন উদ্বেগ বাড়াচ্ছিল চার জেলা।  কলকাতা ছাড়া এই তালিকায় ছিল  উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিং।  রবিবারের থেকে এদিন চার জেলাতেই অনেকটা কমল সংক্রমণ। 

  • 6/7

রাজ্যে সংক্রমণের শীর্ষে এখনও  রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। অন্যদিকে, কলকাতায় এই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন  ৬৪  জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। 

  • 7/7

তিনমাস পর দেশে করোনায় দৈনিক সংক্রমণ নামল ৪০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭২৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৭৯৬ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ২ হাজার ৭২৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ৮৫ হাজার ২২৯।  দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৭১।  এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষ ৪৩০ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪২ হাজার ৩৫২।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement