Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Rain Kolkata Monsoon : ওড়িশা উপকূলে রয়েছে নিম্নচাপ, বাংলায় প্রভাব পড়তে পারে?

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 13 Jul 2022,
  • Updated 6:45 AM IST
  • 1/12

Bengal Rain Kolkata Monsoon: রাজ্যে আগামী দিন চারেক টানা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বাড়তে পারে গরম। যা সাধারণত হয় না। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েই যাচ্ছে। আর এর ফলে ধান চাষ ও পাট চাষের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৪ দিন বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। যেমন হওয়ার কথা, তার থেকে কম হবে। ওড়িশার কাছে তৈরি হয়েছে নিম্নচাপ। 

  • 2/12

এ ব্য়াাপারে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এমনিতে জুন মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। 

  • 3/12

বেশিরভাগ বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। এবং খুব সামান্য সময়ের জন্য একটু বৃষ্টি হবে। আর তারপর আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে।

  • 4/12

দেখা যাচ্ছে, গত কয়েকদিন তাই হচ্ছে। মূলত উপকূলের দক্ষিণ ২৪ পরগন এবং দুই মেদিনীপুরে সামান্য একটু বেশি বৃষ্টি বেশি হবে মনে করা হচ্ছে। আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টি বিক্ষিপ্ত হালকা হবে দক্ষিণবঙ্গে।

  • 5/12

উত্তরবঙ্গের আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে।

  • 6/12

উত্তরবঙ্গে সাধারণত এতটা গরম পড়ে না। বৃষ্টিপাত কম হওয়ার জন্যই তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে। 

  • 7/12

আালিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে একটি নিম্নচাপ আমাদের থেকে অনেক দূরে ওড়িশা উপকূলে রয়েছে। পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখা অনেকটাই দক্ষিণে।

  • 8/12

তাই আমাদের উত্তরবঙ্গের তাপমাত্রা বেড়ে যাবে। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প রয়েছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

  • 9/12

মৎস্যজীবীদের ১৫ তারিখ পর্যন্ত সমুদ্র যেতে মানা করা হয়েছে। কারণ ওড়িশা উপকূলের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে উপকূলের সমুদ্র হাওয়ার গতিবেগ বেশি থাকবে।

আরও পড়ুন: ৩০ বছর বয়সের আগে মেয়েদের এই ১০ কাজ সেরে ফেলা দরকার

আরও পড়ুন: রাজ্যপালের ভাষণের সময় 'দুর্ব্যবহার', বিধানসভায় সাসপেন্ড ২ BJP MLA

আরও পড়ুন: Zoom কলে চাকরি খেয়েছিল, সেই Better.com ফের ৩ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে

  • 10/12

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী ৫ দিন দিনের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। 

  • 11/12

এবার উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টি হয়েছে জুন মাসে। আর দক্ষিণবঙ্গে উল্টো। মানে সেখানে বৃষ্টির ঘাটতি রয়েছে।

  • 12/12

এর প্রভাব চাষবাসের কাজে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। 

Advertisement
Advertisement