দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্রে কোনও পরিবর্তন নেই। আজও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, এইভাবে ১২-১৩টা জেলার একসঙ্গে তাপপ্রবাহের কবলে পড়ার কোনও সাধারণ ঘটনা নয়।
একইসঙ্গে এখনও কমপক্ষে ২ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর (Alipore Weather Office)। এক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রাখা হয়েছে।
আরও পড়ুন - শতাব্দী এক্সেপ্রেসে হঠাত্ ইফতার পার্টি, রেলের সারপ্রাইজে আপ্লুত যাত্রী
তবে উপকূলবর্তী জেলা যেমন, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা (Kolkata) ও সংলগ্ন হুগলির কিছুটা অংশে তাপপ্রবাহের সতর্কতা নেই।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস বলছে, আগামী ৩০ তারিখ থেকে তৈরি হতে পারে বৃষ্টির অনুকূল পরিবেশ।
তবে মে মাসের ২-৩ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। যদিও সব জেলায় বৃষ্টি হবে কিনা সেই বিষয়ে নিশ্চিত নন আবহাওয়াবিদরা।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) যেমন বৃষ্টি চলছে তেমনই জারি থাকবে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের ওপরের দিকের ৫টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে একটু বেশি বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস।