China Corona: চিনে ফের বাড়ছে করোনার সংক্রমণ। যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। এরইমধ্যে চিনের একটি পদক্ষের সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে, সেই দেশের স্বাস্থ্যকর্মীরা পিটিয়ে হত্যা করছে একটি কুকুরকে। ওই বাড়ির মালকিন হোম আইসোলেশনে রয়েছেন। কুকুরকে হত্যার ভিডিও সামনে আসতেই সোশাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
ডেলি মেলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, Jiangxi-র ওই বাড়িতে স্বাস্থ্যকর্মীরা বাড়িতে ঢুকে লোহার রড দিয়ে কুকুরের মাথায় মেরে তাকে হত্যা করে। যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা সবাই PPE পরেছিলেন।
ওই বাড়ির মালকিনের নাম ফু। তাঁর শরীরে করোনার লক্ষ্মণ দেখা দিয়েছে। তিনি আপাতত হোম আইসোলেশনে রয়েছেন।
তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে স্বাস্থ্যকর্মীদের নাকি অনুমান, ওই কুকুরের শরীর থেকে করোনা ছড়িয়েছে। সেই কারণে পোষ্য়টিকে হত্যা করা হয়।
ফু নামে ওই মহিলার শরীরে করোনার লক্ষ্মণ .ধরা পড়ার পর তাঁকে বাড়ি থেকে একটি হোটেলে রেখে আসা হয়। CCTV-তে দেখা যায়, কয়েকজন স্বাস্থ্যকর্মী ওই মহিলার বাড়িতে প্রবেশ করেন ও কুকুরটিকে মেরে ফেলেন।
সেই ভিডিও সামনে আসতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। অনেকেই বলতে শুরু করেন, তাহলে কি কুকুরের শরীর থেকে সংক্রমণ ছড়াচ্ছে? এটাই বলতে চাইছে চিন প্রশাসন? যদি তা না হয়, তাহলে কেন কুকুরটিকে হত্যা করা হল!
প্রসঙ্গত, চিনে ফের বাড়ছে করোনার সংক্রমণ। সম্প্রতি সেই দেশের একটি বিশ্ববিদ্যালয়ের প্রায় হাজারেরও বেশি পড়ুয়াকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে চিনে প্রায় ১৩০০ জন নতুন করে সংক্রমিত। তবে কুকুরের সঙ্গে করোনার কোনও সম্পর্ক রয়েছে কি না সেই বিষয়ে এখনও চিনা প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।