ইথিওপিয়ার একটি শহরে সেনা এবং তাদের সহযোগীরা ছুরি দিয়ে কয়েকশ সাধারণ মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ। ঘটনার সময় বেঁচে যাওয়া ব্যক্তিরা এই তথ্য সামনে এনেছেন। ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, Mai-Kadra নামে একটি শহরটিতে গত নভেম্বর মাসে এই ঘটনা হয়। (সব ছবি- আজ তক)
বেঁচে যাওয়া ব্যক্তিরা আরও বলছেন যে এই ঘটনার পরে বেশ কয়েক দিন ধরে মৃতদেহগুলি মাটিতে পড়ে ছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দড়ি দিয়ে শ্বাসরোধ করে অনেক লোককে হত্যা করা হয়েছিল। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই গণহত্যার ঘটনা প্রথম প্রকাশ্যে এনেছিল।
ইথিওপিয়ায় সরকার ও আরেক গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। গত বছর শান্তির জন্য নোবল পেয়েছিলেন ইথিওপিয়ার প্রেসিডেন্ট আবী আহমেদ।
Tigray জনগোষ্ঠীর অঞ্চলে এই হামলাটি চালানো হয়। প্রচুর মানুষকে হত্যা করা হয় বলে অভিযোগ
তবে দু পক্ষই একের অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, অনুমান করা হচ্ছে দুই পক্ষের সংঘাতে দুই তরফেই সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে।