Advertisement

বিশ্ব

ছবি এঁকে বিখ্যাত এই শুয়োর! বিক্রি হচ্ছে লাখ লাখ টাকায়

Aajtak Bangla
Aajtak Bangla
  • 20 Mar 2021,
  • Updated 6:47 PM IST
  • 1/5

ছবি তৈরি করছে শুয়োর। শুনতে অবাক লাগলে এটাই সত্যি। পিগকাসো নামে এক শূয়োর বহু বছর ধরে এমন ছবি আঁকছে। সম্প্রতি ব্রিটেনের প্রিন্স হ্যারিকে নিয়ে একটি ছবি আঁকে শুয়োরটি। যা ২.৩৬ লাখ টাকায় বিক্রি হয়েছে। (সব ছবি-রয়টার্স)

  • 2/5

পিগকাসো এই ছবিগুলি বিক্রি করে প্রচুর টাকায় আয় হয়েছে। প্রায় ৫০ লাখ টাকা মোট আয় হয়েছে। এই টাকা বাকি প্রাণীদের যত্ন নেওয়ার জন্য ব্যবহৃত হয়।

  • 3/5

পিগকাসোর বয়স ৪ বছর। এখনও পর্যন্ত প্রায় ১০০ র বেশি ছবি একেছে। পিগকাসোর মালিকের নাম জোয়ান লেফসন। লেফসন এবং পিগকাসো দক্ষিণ আফ্রিকাতে বাস করেন। শুয়োরের ছবি থেকে যা কিছু অর্থ উপার্জন করা হয়, লেফসন সেই টাকা  খামারে বসবাসকারী প্রাণীদের যত্ন নেওয়ার জন্য ব্যায় করে।

  • 4/5

দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, আড়াই মিলিয়ন টাকায় বিক্রি হওয়া ছবিটি কয়েক মিনিটের মধ্যেই পিগকাসো তৈরি করেছিল। লেফসন বলেন, স্পেনের পিগকাসোর এক অনুরাগী ছবির জন্য এত বিশাল পরিমাণ অর্থ দিয়েছেন।

  • 5/5

এর আগে পিগকাসো ব্রিটেনে রানির ছবি তৈরি করেছিল। সেটাও চড়া দামে বিক্রি হয়েছিল। এক কসাইখানা থেকে পিগকাসোকে নিয়ে এসেছিল তার মালিক


 

Advertisement
Advertisement