Advertisement

বিশ্ব

Sri Lanka Crisis : জ্বলছে শ্রীলঙ্কা! দেশজুড়ে খাবারের হাহাকার-মৃত ৮, ১০০ বাড়ি পুড়ে ছাই

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 11 May 2022,
  • Updated 2:19 PM IST
  • 1/12

Sri Lanka Crisis: সোমবার থেকে শ্রীলঙ্কায় নতুন পরিবেশের অবনতি হয়েছে। সেখানে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮ জন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে ৮৮টি যানবাহন ও শতাধিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। সে দেশের পরিস্থিতি তপ্ত।

  • 2/12

গত কয়েকদিনে ডলারের তুলনায় শ্রীলঙ্কার মুদ্রার মূল্য ৮০ শতাংশের বেশি কমেছে। মার্চ মাসে শ্রীলঙ্কায় ১ ডলারের দাম ছিল ২০১ শ্রীলঙ্কা রুপি। যা এখন ৩৬০ শ্রীলঙ্কান রুপিতে এসে দাঁড়িয়েছে।

  • 3/12

একই সময়ে, মূল্যস্ফীতির হারও ১৭ শতাংশ পার করে ফেলেছে। যা সমগ্র দক্ষিণ এশিয়ার যে কোনও দেশে মূল্যস্ফীতির সবচেয়ে খারাপ স্তর।

  • 4/12

শ্রীলঙ্কায় ভয়াবহ হিংসা ও দাঙ্গার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নেতা-এমপিদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ চরমে। 

  • 5/12

পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষকে জায়গায় জায়গায় খুঁজেছেন তাঁর বিরোধীরা। 

  • 6/12

বিক্ষুব্ধ জনতা তাঁর পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে, শ্রীলঙ্কার সোশ্যাল মিডিয়ায় তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে যে মাহিন্দা রাজাপাকসে সপরিবারে ভারতে পালিয়ে গেছেন।

  • 7/12

মঙ্গলবার কিছু খবরকে ভুল বলেছে শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশন। এর মধ্যে বলা হচ্ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর পরিবার ভারতে পালিয়ে এসেছেন। ভারত এসব খবরকে ভুয়া ও মিথ্যা বলেছে।

আরও পড়ুন: মরুভূমিতে মাছ? টিকে থাকার ক্ষমতা দেখে চমকে গেলেন বিজ্ঞানীরা

আরও পড়ুন: কলকাতা মেট্রোয় মঙ্গলবার থেকে আবার স্মার্ট টোকেন

আরও পড়ুন: মকর সংক্রান্তিতে হরিদ্বার-ঋষিকেশে গঙ্গাস্নান নয়, প্রয়াগরাজে কড়াকড়ি

  • 8/12

সোমবার শ্রীলঙ্কার পরিস্থিতি খারাপ হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে। এর আগে সোমবার সেখানে হিংসার কারণে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য-সহ তিনজন নিহত হন। 

  • 9/12

তাঁকে জনতা ঘিরে ধরেছিল। তারপর তিনি নিজেকে গুলি করেন।

  • 10/12

অর্থনৈতিক মন্দার মুখে থাকা শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। জনগণের রোষানলে পুড়ছে প্রতিবেশী দেশ, যার টার্গেট মাহিন্দা রাজাপক্ষে। পাশাপাশি তাঁর মন্ত্রিসভার সদস্য, দলের নেতা-এমপিরাও। 

  • 11/12

অগ্নিসংযোগ, হিংসার ঘটনার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের রাস্তায় নেমেছে সেনাবাহিনী। 

  • 12/12

বর্তমানে সেখানে ফের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এবং রাস্তায় দেখা মাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement