News Wrap 18th July 2022 : রাজ্য দেশ তথা বিশ্বজুড়ে দিনভর ঘটে চলেছে নানান ঘটনা। রাজনীতি, অর্থনীতি, বিনোদন, লাইফস্টাইল বা খেলার দুনিয়া, সর্বত্রই খবরের ঘনঘটা। তারমধ্যে থেকেই বাছেই করা কিছু খবর আমরা জানাবো আপনাকে। দেখে নিন আজকের সেরা খবরগুলি।
দেশের সাংসদ ও বিধায়ক মিলিয়ে মোট ৪৮০০ জন ভোটদানের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি বেছে নেবেন। কিন্তু কীভাবে হই দেশের সাংবিধানিক প্রধানের নির্বাচন? চলুন জেনে নেওয়া যাক গোটা প্রক্রিয়া।
দ্রৌপদী মুর্মুকে সেরা প্রার্থী হিসেবে অভিহিত করেছেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। এমনকি সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়কেও সেরা আখ্যা দিয়েছেন।
এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড় আজ সংসদ ভবনে মনোনয়ন জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য বিজেপি নেতারা এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
বিজেপি সাংসদ হংস রাজ হংস ট্যুইট করে লেখেন, 'কেন্দ্র মুখতার আব্বাস নকভিকে বাংলার নয়া রাজ্যপাল হিসেবে নিয়োগ করায় শুভেচ্ছা।' তবে কিছুক্ষণ পরেই ট্যুইটটি ডিলিট করে দেন হংস রাজ হংস।
এর আগে দিল্লিতে নর্থ ব্লকে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মমতা। বৈঠকও হয়েছে তাঁদের। কিন্তু অমিত শাহ কখনও কলকাতা সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেননি।
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরুর আগে চার নম্বরে ছিল ভারতীয় দল। এই সিরিজ জিতে তিন নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া।
ফের চমক দিতে চলেছে এটিকে মোহনবাগান? সকলেই যখন ভাবছিলেন কোনও বক্স স্ট্রাইকার সই করাবে এটিকে মোহনবাগান ঠিক তখনই ষষ্ঠ বিদেশি হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রি পেত্রাতোসকে সই করিয়ে নিলো এটিকে মোহনবাগান।
আমাদের চারপাশের পৃথিবী কতটা অসুখী এবং বিষন্ন হয়ে উঠছে তা দেখে আমার হৃদয় ভেঙে যায়। তথাকথিত বুদ্ধিজীবীরা (intellectuals) তাদের মূর্খতার সঙ্গে... অজ্ঞ মানুষ তাদের সস্তা এবং মজার গসিপ দিয়ে, যারা কোনও দিন আমার বন্ধু ছিল না এবং এমনকী আমাকে চেনেনও না... আমার চরিত্র সম্পর্কে বড় চিন্তা গভীর তথ্য শেয়ার করছে। আমাকে গোল্ড ডিগার বলছে এই প্রতিভা মানুষরা।
টিভির সবচেয়ে বিনোদনমূলক ডান্স রিয়েলিটি শো ডান্স দিওয়ানে জুনিয়র (Dance Deewane Junior) অবশেষে তার বিজয়ী খুঁজে পেয়েছে। ৮ বছর বয়সি আদিত্য পাটিল (Aditya Patil) তার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের ভিত্তিতে শোতে বিজয়ীর খেতাব জিতেছে।
পুজোয় পর্যটকদের জন্য ৫০টি ইলেকট্রিক বাস নামাচ্ছে NBSTC। যাত্রী স্বাচ্ছন্দের পাশাপাশি খরচ কমানো লক্ষ্য। ফলে পুজোয় উত্তরবঙ্গ ঘোরার খরচ কমবে, সেই সঙ্গে লাক্সারি ও মসৃণ পরিষেবাও মিলবে।
আরও পড়ুন - হবু পার্টনারের চরিত্র কেমন? বিয়ের আগে ৩ উপায়ে জানা যায়