বেশ কিছুদিন বিরতির পর ফের সাপের বিষ উদ্ধার উত্তরবঙ্গে। বুলেটপ্রুফ ক্রিস্টাল জারে করে পাচারের আগে বিএসএফের জওয়ানরা ওই জারটি উদ্ধার করেন। তবে পাচারকারীকে ধরা যায়নি। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জারটিকে বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। কুমারগঞ্জ থানার পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে। এর আগেই উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর দিয়ে ডুয়ার্স হয়ে সাপের বিষ পাচার হয়েছে। বহুবার ধরাও পড়েছে। মাঝে কিছুদিন বিরতি ছিল। ফের সক্রিয় হয়েছে পাচারকারীরা।
আরও পড়ুনঃ ওঁরা এখন মণ্ডপে যান, দুর্গার উপর রাগ খানিক কমেছে মহিষাসুরের বংশধরদের
দক্ষিণ দিনাজপুরের দিঘিপাড়া বর্ডার আউটপোস্ট এলাকা থেকে এই সাপের বিষভরা জার বাজেয়াপ্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়ে সাপের বিষের জার উদ্ধার করে ৬১ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফের জওয়ানরা। বাজেয়াপ্ত সাপের বিষের মূল্য আনুমানিক ১২ কোটি টাকা বলে জানিয়েছে বিএসএফ। ক্রিষ্টাল জারটি বাজেয়াপ্ত করে বালুরঘাটে বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর দিঘিপাড়া বর্ডার আউটপোস্টের জওয়ানরা সীমান্ত সংলগ্ন গোপন ডেরায় তল্লাশি চালায়। সেই তল্লাশিতে উদ্ধার হয় একটি সাপের বিষের ক্রিষ্টাল জার। জারের গায়ে লেখা ছিল মেড ইন ফ্রান্স। জারটি সম্পূর্ণ বুলেটপ্রুফ। প্রাথমিক তদন্তের পরে জারটি বাজেয়াপ্ত করে বিএসএফ। উদ্ধার হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজারে মূল্য প্রচুর।
আরও পড়ুনঃ Heart Attack Hint 3 years Prior: হার্ট অ্যাটাকের পূর্বাভাস ৩ বছর আগেই দেবে নতুন পরীক্ষা
এর আগেও দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের একাধিক জায়গা থেকে সাপের বিষের জার উদ্ধার করে বিএসএফ ৷ বিশেষ করে কয়েক বছর ধরে জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জ, সাপের বিষ উদ্ধারের ঘাঁটিতে পরিণত হয়েছিল। বিএসএফ ও বন দপ্তরের অনুমান পাচারকারীরা সাপের বিষ পাচারের জন্য করিডর হিসেবে ব্যবহার করছে দক্ষিণ দিনাজপুর জেলাকে। একদিকে শিলিগুড়ি করিডরে নজরদারি বেড়েছে, আর দক্ষিণ দিনাজপুরের তিনদিকে রয়েছে বাংলাদেশ ৷ যার মধ্যে এখনও প্রায় ৩০ কিলোমিটার সীমান্ত উন্মুক্ত। কোনও কাঁটাতার নেই। যার ফলে দুষ্কৃতি ও পাচারকারীরা দক্ষিণ দিনাজপুর জেলায় হিলি সীমান্তকেই করিডর হিসেবে ব্যাবহার করে।