Entertainment News Today 22nd September 2021: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? করোনার দ্বিতীয় ঢেউয়ের পর কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
মিমির সঙ্গে ছোট্ট অয়নার বন্ধুত্ব! প্রথম লুক সামনে এনেই 'মিনি'-র শ্যুটিং শুরু করলেন মৈনাকের
বুধবার থেকে শ্যুটিং শুরু হল মৈনাক ভৌমিকের ছবি 'মিনি' -র। কলকাতার বেশ কয়েকটি স্থান বেছে নেওয়া হয়েছে লোকেশন হিসাবে। 'মিনি' -তে মিমি চক্রবর্তী ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে শিশু শিল্পী অয়না চট্টোপাধ্যায়কে (Ayanna Chatterjee)।
রান্নার সঙ্গে নিছক মজার ফ্লেভার! আসছে নতুন শো, 'গোলেমালে গোল'
ফেস্টিভ সিজন চলে এসেছে। আর বাঙালির উৎসব মানেই পেট পুজো, সঙ্গে নিছক আড্ডা - মজা। এই সবটা এবার টেলিভিশনের পর্দায়। স্টার জলসায় আসছে 'গোলেমালে গোল' (Golemaale Gol)। নতুন এই শো -কে ঘিরে রয়েছে বেশ কয়েকটি চমক।
ফের জট টেলিপাড়ায়! ফেডারেশন- প্রযোজক টানাপোড়েনে প্রশ্নের মুখে মেগার শ্যুটিং
আবার শুরু হল ফেডারেশন (Federation of Cine Technicians & Workers of Eastern India) ও প্রোডিউসার্স গিল্ডের (Welfare Association Of Television Producers) তরজা। সমস্যার সমাধানে, আগামী শনিবার অন্তর্বর্তী বৈঠকে বসবে ফেডারেশন।
'FIR' ছবিতে পানশালার ডান্সার ফালাক! বিশেষ ওয়ার্কশপ করেছেন সুদীপ্তার কাছে
পুজোয় আসছে জয়দীপ মুখোপাধ্যায়ের ক্রাইমধর্মী ছবি 'এফআইআর' (FIR)। সম্প্রতি সামনে এসেছে ট্রেলার। আজতক বাংলার মুখোমুখি হয়ে নিজের চরিত্র নিয়ে খুটিনাটি শেয়ার করলেন ফালাক রশিদ রায়(Falaque Rashid Roy)।
World Tourism Day-তে পাহাড়ে ভ্রমণ! সৌজন্যে রূপঙ্করের নতুন গান
পুজো মানেই বাঙালির একগুচ্ছ প্ল্যান। এবার পুজোয় পাহাড়ি (Hills) রাস্তায় হারাতে চান? এই বছর আন্তর্জাতিক ট্যুরিজম দিবসে (World Tourism Day), মুক্তি পেতে চলেছে জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) নতুন গান।
মা আসতে আর কয়েকদিন, কাশফুলের মাঝে যেন বার্তা দিচ্ছেন মিম
উৎসবের ঢাকে কাঠি পড়তে আর বেশি দিন নেই। আগামী ১১ অক্টেবর ষষ্ঠী দেবীর বোধন, মানে হাতে আর ২০ দিনও নেই। করোনা আবহে পুজোর রং ফিকে হলেও সেই আমেজ যেন নিয়ে আসতে চাইলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
বিয়ের খবর সত্যি! স্বীকার করলেন ঋতাভরী
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, তাঁর বিয়ের খবর সঠিক ছিল। সত্যি স্বীকার করার মতো মানসিক জোর তখন তাঁর ছিল না। ফলে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে বিয়ের আলোচনা এক লপ্তে বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু এমন খবর কি আর বেশি দিন চাপা থাকে? বিয়ের খবরে সিলমোহর লাগিয়ে লক্ষ লক্ষ যুবকের হৃদয় ভাঙলেন ঋতাভরী।
ভারতে আসছেন 'মানিকে মাগে হিতে' গার্ল ইওহানি
সোশাল মিডিয়ার দৌলতে 'মানিকে মাগে হিতে' (Manike Maghe Hithe) গানটি এখন মানুষের মুখে লেগে রয়েছে। ভাইরাল করা গানের মালকিন ইওহানি (Yohani De Silva) কার্যত ঘরের মেয়ে হয়ে উঠেছেন। ভাষা বোঝেননি কেউই, কিন্তু এ দেশের কোটি কোটি মানুষ সিংহলি ভাষায় এই গানটিকে বারবার শুনেছেন। এখনও পর্যন্ত ১১ কোটি ভিউজ ছাড়িয়ে গিয়েছে ইউটিউবে।
'কোনও আইন ভাঙিনি', আয়কর তল্লাশির পর জানালেন সোনু
আয়কর বিভাগ (Income Tax Department) অভিনেতার বাড়ি এবং অফিস, অন্যান্য জায়গায় তল্লাশি অভিযান চালায়। গত বুধবার মোট ৬টি স্থানে তল্লাশি চালানো হয়। সোনু সমস্ত বিষয়ে খোলাখুলি মন্তব্য করেছেন। সোনু জানিয়েছেন, তিনি শুধুমাত্র মানুষকে সাহায্য করেছেন এবং কোনও আইন লঙ্ঘন করেননি।
ডিনারের পর এবার সিন্ধু-দীপিকার ব্যাডমিন্টন ম্যাচ! বায়োপিক আসছে?
বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকোনকে (Deepika Padukone) সম্প্রতি ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর (PV Sindhu) সঙ্গে ডিনারে দেখা গিয়েছিল। ফ্যানরা অনুমান করছিলেন যে হয়তো অলিম্পিক মেডেলজয়ী সিন্ধুর বায়োপিক (PV Sindhu Biopic) তৈরি হতে পারে, যেখানে দীপিকাকে প্রধান চরিত্রে দেখা যাবে।
হীরক-গুগাবাবা অতুলনীয়, এর সঙ্গে হবু-গবুর তুলনা টানা উচিত নয়: অর্পিতা চট্টোপাধ্যায়
প্রায় দেড় বছর অপেক্ষা করে ছিলেন। বোম্বাগড়ের অন্দরে রাজা হবুচন্দ্রের পাশে থেকেছেন দুঃখে-সুখে। রাজপাট সামলাতে সাহায্য করেছেন রানি কুসুমকলি ওরফে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)।