Advertisement

লাইফস্টাইল

Hair Care Tips: ঘি দিয়ে চুলের যত্ন করলেই মিলবে নিশ্চিত উপকার !

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 May 2021,
  • Updated 11:52 AM IST
  • 1/9

ত্বকের পাশাপাশি চুলের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশীরভাগ মেয়েরাই চায় ঘন ও রেশমি সুন্দর চুল। কিন্তু পার্লারে যাওয়া সব সময় সম্ভব হয় না। বিশেষত অতিমারী পরিস্থিতিতে সেটা সম্ভবই না। বাড়িতেই যত্ন নিয়ে খুব তাড়াতাড়ি চুলের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনা সম্ভব।  

  • 2/9

শুনতে অবাক লাগলেও ভাল চুলের জন্য ব্যবহার করতে পারেন ঘি। জেনে নিন চুলে ঘি ব্যবহার করলে কী কী উপকার পাবেন।

  • 3/9

চুলের গোড়ায় ঘি ম্যাসাজ করলে খুশকি দূর করে চুল ঝলমলে হয়।
 

  • 4/9

বর্তমানে এত দূষণের জন্য খুব তাড়াতাড়ি চুল পেকে যায় অনেক কম বয়সেই। চুলের অকালের পক্কতা রোধ করতে ঘিয়ের জুরি মেলা ভার।
 

  • 5/9

আমলকী ও পেঁয়াজের রসের সঙ্গে ঘি মিশিয়ে সম্পূর্ণ চুলে ভাল করে ম্যাসাজ করুন। এতে চুলের উজ্জ্বলতা বাড়ার পাশাপাশি নতুন চুল গজাবে।
 

  • 6/9

আর্দ্রতার অভাবে চুলের স্বাস্থ্য দুর্বল হয়ে যায়। ঘি স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এটি দিয়ে চুলে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। 

  • 7/9

সামান্য গরম করে ঘি চুলের গোড়ায় লাগালে রক্ত সঞ্চালন বাড়ে। যার ফলে চুলের বৃদ্ধি দ্রুত হয়।

  • 8/9

এছাড়া এক চা চামচ নারকেল তেল ও দুই চা চামচ ঘি মিশিয়ে চুলে লাগান। আধ ঘণ্টা রেখে ভেষজ বা হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল হবে কোমল ও ঘন হবে।
 

  • 9/9

বেশীরভাগ বাঙালি বাড়িতেই ঘি মজুত থাকে। এই ঘরোয়া পদ্ধতিতেই নিয়মিত চুলের যত্ন নিলে এটি যেমন চুলের জন্য স্বাস্থ্যকর, সে রকম চুল দেখতেও সুন্দর হয়। 
 

Advertisement
Advertisement