Advertisement

লাইফস্টাইল

২০২১ সালে ভরপুর ছুটি! জেনে নিন এক ক্লিকে, প্ল্যান করুন সেই মতো...

Aajtak Bangla
  • 04 Dec 2020,
  • Updated 7:21 PM IST
  • 1/7

এ বছর একটাই আশা বছর শেষের আশা। করোনার জেরে বছর উপভোগ তো দূর, নিদারুণ অর্থসঙ্কট দেখা দিয়েছে দেশজুড়ে। এছাড়া প্রাণহানির মতো ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী। অপেক্ষা তাই নতুন বছর শুরুর। ২০২১ সালে তাই নতুন ভোরের অপেক্ষায় । নতুন বছরের ছুটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অনেকেই। নিউ নর্মাল জীবনে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন। আপনার জন্য রইল ২০২১ সালের লম্বা ছুটির তালিকা।
 

  • 2/7

জানুয়ারী, ফেব্রুয়ারি, মার্চের ছুটি- জানুয়ারীতে কেবল একটি ছুটি এবং প্রজাতন্ত্র দিবসে যে ছুটিটি থাকে। ২০২১-এ ২৬ জানুয়ারী মঙ্গলবারে পড়ছে। তাই আপনি সোমবারের ছুটি নিয়ে ৪ দিনের ছুটির পরিকল্পনা করতে পারেন। এই বছরের ফেব্রুয়ারিতে কোনও ছুটি নেই। মার্চ-এ ২টি ছুটি থাকে। ১১ মার্চ বৃহস্পতিবার শিবরাত্রি, আর ২২ মার্চ রবিবার হোলি পড়ছে। 
 

  • 3/7

এপ্রিল, মে এবং জুন: এপ্রিল মাসে ছুটির দিনগুলি হল ২ এপ্রিল শুক্রবার, ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী এবং ২১ এপ্রিল রাম নবমী। বুধবার করে এই ছুটিগুলি পড়ছে। মে-এর ১২ মে বুধবার ঈদ-উল- ফিতরের ছুটি আর ২৬ মে বুধবার বুদ্ধ পূর্ণিমার ছুটি। জুন মাসে কোনও ছুটি নেই।

  • 4/7

২০২১ এর জুলাই মাসে কেবল একটি ছুটি। ২১ জুলাই বুধবার এই মাসের ঈদ-উল-জুলহা (বকরি ঈদ) উৎসব পড়েছে। 

  • 5/7

আগস্ট, সেপ্টেম্বর - এবার ১৫ আগস্টের ছুটি পাওয়া যাবে না কারণ এই দিনটি রবিবার। মহরম পড়েছে ১৯ আগস্ট বৃহস্পতিবার। এক্ষেত্রে আপনি শুক্রবারের ছুটি নিয়ে উইকএন্ডে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এ বছর, জন্মাষ্টমী পড়েছে আগস্টের ৩০ তারিখ, সোমবার। সেপ্টেম্বরে কোনও ছুটি নেই।

  • 6/7

অক্টোবর মাসের ছুটি:  ২ অক্টোবর শনিবার গান্ধী জয়ন্তী। ৭ অক্টোবর বৃহস্পতিবার অগ্রসেন জয়ন্তী। ১৫ অক্টোবর শুক্রবার দশেরা উৎসব। এই সপ্তাহে আপনি তিন দিনের ছুটির পরিকল্পনা করতে পারেন। এরপর ১৯ অক্টোবর, ঈদ-এ-মিলাদ যা পড়েছে মঙ্গলবার। ২০ অক্টোবর বুধবার মহর্ষি বাল্মিকী জয়ন্তী।
 

  • 7/7

নভেম্বর এবং ডিসেম্বর: ২০২১ সালে দিওয়ালি উৎসব পড়েছে ৪ নভেম্বর, বৃহস্পতিবার। এই সপ্তাহেও আপনি শুক্রবারের ছুটি নিয়ে চার দিনের জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এছাড়াও ক্রিস্টমাসও রয়েছে।

Advertisement
Advertisement