আমাদের সমাজের বড় সম্পদ হলেন শিক্ষক (Teachers)। আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান শিক্ষক। তাঁরা নিজেদের জীবনকে উৎসর্গ করে ভবিষ্যতের নাগরিকদের মনকে গঠন করেন।
প্রতি বছর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের (Dr. Sarvepalli Radhakrishnan) জন্মদিনে অর্থাৎ ৫ সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস (Teachers Day)। তাই এই দিনের মাহাত্ম্য ছাত্র-ছাত্রী তথা তাঁদের শিক্ষক উভয়ের কাছেই অনেক।
এই শিক্ষক দিবসে তাঁদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন নিজেদের কৃতজ্ঞতার প্রতিফলন রূপে সাধ্য মতো উপহার দিয়ে। দেখে নিন কী নতুনত্ব উপহার (Teacher's Day Gifts) দিতে পারেন আপনি।
সুগন্ধী (Perfume)
ভাল গন্ধ সকলেরই পছন্দ। তাই শিক্ষককে উপহার দিতে পারেন যে কোনও সুগন্ধী।
গাছ (Plant)
একঘেয়ে জিনিসের থেকে বেড়িয়ে, এই শিক্ষক দিবসে আপনার ভাই বা বোনের হাতে তুলে দিন গাছের চারা। সৌভাগ্য বয়ে নিয়ে আসে এরকম বিশেষ কোনও গাছ যেমন মানি প্ল্যান্ট, চাইনিজ ব্যাম্বু ও আরও নানাবিধ ছোট গাছ উপহারের কোনও বিকল্প নেই। সেই গাছের টবও বেছে নিতে পারেন সুন্দর কোনও ডিজাইনের।
স্মার্ট ওয়াচ (Smart Watch)
যারা গ্যাজেট ভালোবাসেন, তাঁদের জন্য স্মার্ট ওয়াচ খুব ভাল উপহার। প্রয়োজন ছাড়া এটা বর্তমানে ফ্যাশন অ্যাক্সেসরি হিসাবেও ব্যবহার করা হয়।
কাস্টমাইজড কফি মাগ (Customised Coffee Mug)
শিক্ষক দিবসের জন্য কম বাজেটে খুব ভাল উপহার হতে পারে কাস্টমাইজড কফি মাগ। পছন্দ মতো মেসেজ কিংবা ছবি দিয়ে তৈরি করলে, সেটি হয়ে উঠবে আরও সুন্দর।
বই (Books)
বই যে কোনও শিক্ষকেরই পছন্দের তালিকায় থাকে। তাই সমসাময়িক কোনও বিষয়ের ওপর বই, তাঁর নিঃসন্দেহে পছন্দ হবে।
গিফট কার্ড (Gift Card)
বর্তমানে যে কোনও অনলাইন ওয়েবসাইটের গিফট কার্ড খুব স্মার্ট একটা চয়েজ। এতে আপনার শিক্ষক তাঁর পছন্দ মতো ও প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে পারবেন।
পেন (Pen)
শিক্ষকটার সঙ্গে যুক্ত সকল ব্যক্তির সব সময় পেন কাজে লাগে। তাই বাজেট অনুযায়ী কোনও সুন্দর পেন উপহার হিসাবে বেছে নিতে পারেন। আরও ভাল হয় যদি দিতে পারেন কোনও ভাল ঝর্না পেন।
মানিব্যাগ সেট (Wallet Set)
এটি এমন একটি উপহার যা পুরুষ -মহিলা নির্বিশেষে সকলের সব সময় কাজে লাগে। তাই উপহার হিসাবে শিক্ষক -শিক্ষিকাকে দিতে পারেন এটি।
অর্গানাইজার (Organiser)
এটা অত্যন্ত কাজের জিনিস। এই ধরণের উপহারে আপনার শিক্ষক অত্যন্ত খুশি হবে, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন।