Advertisement

ইউটিলিটি

আসছে KIA ইলেকট্রিক গাড়ি, এক চার্জেই কলকাতা থেকে ইসলামপুর, দাম কেমন?

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 11 Apr 2022,
  • Updated 11:22 AM IST
  • 1/6

KIA EV6: ভারতে ইলেকট্রিক গাড়ির বাজার দ্রুত বাড়ছে। আসলে দামি পেট্রোল এবং ডিজেলের কারণে বৈদ্যুতিক গাড়িই একমাত্র বিকল্প হিসাবে উঠে আসছে। যার মধ্যে অনেক বিদেশি কোম্পানি দ্রুত এ খাতে নিজেদের সামিল করছে। বিশেষ করে ভারতীয় বাজারে শক্ত দখলের প্রতিযোগিতা চলছে।

  • 2/6

এই পর্বে কোরিয়ার অটোমোবাইল প্রস্তুতকারক KIA ইলেকট্রিক সেগমেন্টে প্রবেশের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি কোম্পানি ভারতে KIA EV6 নেমপ্লেটকে ট্রেডমার্ক করেছে। KIA EV6 হল কোম্পানির প্রথম বৈদ্যুতিক গাড়ি। যা শিগগিরি আসতে পারে।

  • 3/6

KIA EV6 সারা বিশ্বের বাজারে দারুণ সাড়া পাচ্ছে। বলা হচ্ছে জুন মাসে ভারতে লঞ্চ হতে পারে এই গাড়ি। এই গাড়িটি অনেক আধুনিক ফিচার রয়েছে। এবং ভারতে বৈদ্যুতিক অংশের প্রতিযোগিতাকে আরও শক্ত করবে।

  • 4/6

এই বৈদ্যুতিক গাড়িটি খুবই বিশেষ। কারণ এটি এক চার্জে 510KM রেঞ্জ অফার করে। অর্থাৎ যদি এই গাড়িটি ভারতে লঞ্চ করা হয়, তবে আপনি এক চার্জে দিল্লি থেকে লখনউ যেতে পারবেন।

আরও পড়ুন: COVID-ধাক্কা, প্রতি ৩ জনের মধ্যে একজনের ব্যক্তিগত জীবনে খারাপ প্রভাব 

আরও পড়ুন: ঝমঝমিয়ে লোকাল চলতেই ফের জায়গা দখল ওদের! বাড়ছে কদর 

আরও পড়ুন: নবদ্বীপের চরকি, সবংয়ের গাছবোমা-জলবোমা, কোন এলাকায় কোন বাজি বিখ্য়াত? 

  • 5/6

বর্তমানে ভারতের বাজারে Tata Nexon EV-এর চাহিদা সবচেয়ে বেশি। এ ছাড়াও MG ZS EV একটি দুর্দান্ত বিকল্প। কিন্তু একক চার্জের পরিসরের ক্ষেত্রে KIA EV6 তাদের সবাইকে ছাড়িয়ে যাবে।

আরও পড়ুন: তুলাইপাঞ্জি আর বাঁশকাঠি চালে ধামাকা অফার দিচ্ছে রাজ্য, মিলবে Whatsapp-এ 

আরও পড়ুন: কৃষ্ণকলি আর চম্পাকলি, পুজোয় কে সি দাশের 'মিষ্টি' উপহার

  • 6/6

মাত্র 18 মিনিটে 80 শতাংশ চার্জ
KIA-এর এই বৈদ্যুতিক গাড়িটি অতি দ্রুত চার্জিংয়ের বৈশিষ্ট্য রয়েছে। এই গাড়িটি মাত্র 18 মিনিটে 10 থেকে 80 শতাংশ চার্জ হয়ে যায়। তবে Tata Nexon EV এর থেকে দাম অনেক বেশি হবে বলে আশা করা হচ্ছে। একটি অনুমান অনুযায়ী দাম প্রায় 50 লক্ষ টাকা হতে পারে।

Advertisement
Advertisement