Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Rain Forecast on Saraswati Puja : বৃহস্পতি থেকে দুর্যোগের আশঙ্কা, এই জেলাগুলিতে শিলাবৃষ্টি

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 02 Feb 2022,
  • Updated 5:31 PM IST
  • 1/10

West Bengal Rain Forecast on Saraswati Puja: সরস্বতী পুজো (Saraswati Puja)-র সময় বৃষ্টি হবে রাজ্যে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আরও পড়ুন: বাম্পার রিটার্ন, সেই শেয়ারে অংশীদারি বাড়ালেন ডলি খান্না

  • 2/10

আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ, বুধবার আবহাওয়া শুষ্ক। কাল, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি থেকে হালকা বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মূলত বেশি বৃষ্টি হবে ৪ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: Break-up-এর পর জুড়তে চান সম্পর্ক? মেনে চলুন এই ৪ ফর্মুলা

  • 3/10

৪ তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির। দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে এবং কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন: খেয়েদেয়ে হাতে বিশ্ববিদ্য়ালয়ের ডিগ্রি? ফ্রান্সে সে সুযোগ রয়েছে

  • 4/10

উত্তরবঙ্গে ৫ তারিখেও বৃষ্টি চলবে। রাতের তাপমাত্রা আগামী দু-তিনদিন আরও দুই ডিগ্রি বাড়বে। এখনই বেড়ে গিয়েছে।

আরও পড়ুন: পঞ্জাবের প্রিয় 'সর্ষো দা শাগ' পুষ্টিগুণে ভরপুর, ভাল রাখে চুল-ত্বক
 

  • 5/10

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বুধবার, ২ ফেব্রুয়ারি শুষ্ক আকাশ থাকবে। দক্ষিণবঙ্গে কাল, বৃহস্পতিবার হালকা বৃষ্টি হবে। শুধুমাত্র উপকূলের দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এবং ২ বর্ধমানে বৃষ্টি হবে। 

আরও পড়ুন: এসএমএস হেডার, প্রতারণার নয়া ছক, বাঁচবেন যেভাবে...

  • 6/10

৪ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ,মুর্শিদাবাদ, কিছুটা বাঁকুড়া ও পুরুলিয়ায়- এই সব জেলার কয়েকটা জায়গায় বেশি বৃষ্টি হবে। 

আরও পড়ুন: শুধু প্রধানমন্ত্রী পান এসপিজি নিরাপত্তা, দৈনিক খরচ ১.১৭ কোটি টাকা

  • 7/10

৫ তারিখ থেকে বৃষ্টি আবার কমে যাবে। কলকাতায় ৪ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সরস্বতী পূজায় দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বেলা বাড়াবার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে যাবে।

 

  • 8/10

আগামী তিনদিন দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি বেড়ে যাবে। বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা হবে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। 

  • 9/10

সরস্বতী পুজো ৫ তারিখ। বৃষ্টি ৪ তারিখ থেকে হবে। ঠাকুর বিক্রিতে বৃষ্টি বাধা হয়ে পারে। আগে থেকে কিনে নিয়ে গেলে ভাল হয়। 

 

  • 10/10

পুজোর প্রস্তুতি সে সময়ের জন্য না করাই ভাল। সবজি যেগুলো তুলো নেওয়া যেতে পারে, সেগুলো তুলে নিতে হবে। এমনই পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। 

Advertisement
Advertisement