West Bengal Rain Forecast on Saraswati Puja: সরস্বতী পুজো (Saraswati Puja)-র সময় বৃষ্টি হবে রাজ্যে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: বাম্পার রিটার্ন, সেই শেয়ারে অংশীদারি বাড়ালেন ডলি খান্না
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ, বুধবার আবহাওয়া শুষ্ক। কাল, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি থেকে হালকা বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মূলত বেশি বৃষ্টি হবে ৪ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: Break-up-এর পর জুড়তে চান সম্পর্ক? মেনে চলুন এই ৪ ফর্মুলা
৪ তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির। দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে এবং কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা।
আরও পড়ুন: খেয়েদেয়ে হাতে বিশ্ববিদ্য়ালয়ের ডিগ্রি? ফ্রান্সে সে সুযোগ রয়েছে
উত্তরবঙ্গে ৫ তারিখেও বৃষ্টি চলবে। রাতের তাপমাত্রা আগামী দু-তিনদিন আরও দুই ডিগ্রি বাড়বে। এখনই বেড়ে গিয়েছে।
আরও পড়ুন: পঞ্জাবের প্রিয় 'সর্ষো দা শাগ' পুষ্টিগুণে ভরপুর, ভাল রাখে চুল-ত্বক
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বুধবার, ২ ফেব্রুয়ারি শুষ্ক আকাশ থাকবে। দক্ষিণবঙ্গে কাল, বৃহস্পতিবার হালকা বৃষ্টি হবে। শুধুমাত্র উপকূলের দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এবং ২ বর্ধমানে বৃষ্টি হবে।
আরও পড়ুন: এসএমএস হেডার, প্রতারণার নয়া ছক, বাঁচবেন যেভাবে...
৪ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ,মুর্শিদাবাদ, কিছুটা বাঁকুড়া ও পুরুলিয়ায়- এই সব জেলার কয়েকটা জায়গায় বেশি বৃষ্টি হবে।
আরও পড়ুন: শুধু প্রধানমন্ত্রী পান এসপিজি নিরাপত্তা, দৈনিক খরচ ১.১৭ কোটি টাকা
৫ তারিখ থেকে বৃষ্টি আবার কমে যাবে। কলকাতায় ৪ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সরস্বতী পূজায় দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বেলা বাড়াবার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে যাবে।
আগামী তিনদিন দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি বেড়ে যাবে। বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা হবে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে।
সরস্বতী পুজো ৫ তারিখ। বৃষ্টি ৪ তারিখ থেকে হবে। ঠাকুর বিক্রিতে বৃষ্টি বাধা হয়ে পারে। আগে থেকে কিনে নিয়ে গেলে ভাল হয়।
পুজোর প্রস্তুতি সে সময়ের জন্য না করাই ভাল। সবজি যেগুলো তুলো নেওয়া যেতে পারে, সেগুলো তুলে নিতে হবে। এমনই পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।