Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Rain Forecast : বছরের শেষ কয়েকটা দিনও ভিজবে বাংলা, কোন কোন জেলা?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 25 Dec 2021,
  • Updated 5:06 PM IST
  • 1/10

West Bengal Rain Forecast: আগামী ৩ দিন গাঙ্গেয় জেলায় শুষ্ক। কলকাতায় আকাশ পরিষ্কার। ভোরের দিন কুয়াশা। 

আরও পড়ুন: '২২ জুন বাঙালির কলজের জন্মদিন' দাদাগিরির মঞ্চে রাহুলের কবিতা Viral

  • 2/10

উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ- দু'জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রাতের তাপমাত্রারও পরিবর্তন হবে। আবহাওয়া দফতর জানিয়েছেচ্ছে, ২৭ ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: লবঙ্গ-হলুদ এবং... শীতকালে শরীর চাঙ্গা রাখতে কিছু সহজ আয়ুর্বেদিক উপায়

  • 3/10

আলিপুর আবহাওয়া আরও দফতর জানিয়েছেন, আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের প্রধানত শুষ্ক থাকবে।

আরও পড়ুন: কৃষক আন্দোলনের ধাত্রীভূমি, রেখায়-লেখায় ধরা বাঙালি শিল্পীর পেনসিলে

  • 4/10

তবে ২৭ তারিখে পশ্চিমের দুই জেলায় হালকা বৃষ্টি হবে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা কম রয়েছে।

আরও পড়ুন: কালো পোশাকে মোহময়ী Esha Gupta, ঠান্ডায় উষ্ণতা ছড়াচ্ছেন

  • 5/10

২৮, ২৯ ডিসেম্বর বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে। সেই সময় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমাান এবং বীরভূমে বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চি মেদিনীপুর, মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: '২৯ টাকার জিনিসটা পেলাম না!' Mio Amore অফার Viral, মিমে ছড়াছড়ি

  • 6/10

ভোরের দিকে দক্ষিণবঙ্গের কুয়াশা থাকতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। রাতের তাপমাত্রা আগামী ১-২ দিন বাড়বে। তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়ায় বাড়তে পারে। তারপর সেটাই থাকবে।

আরও পড়ুন: কলকাতা মেট্রোর টিকিট কাটুন ঘরে বসে, চালু QR Code পরিষেবা

  • 7/10

উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৮-২৯ ডিসেম্বর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার আগে ২৬, ২৭ সেখানকার দুই জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। 

আরও পড়ুন: তিনি ছেলে না মেয়ে, জানেই না দল, বিস্ফোরক অভিযোগ BJP প্রার্থীর

  • 8/10

সেখানেও রাতের তাপমাত্রাও বাড়বে বলে অনুমান করা হচ্ছে। আগামী ২-৩ দিন সেখানে রাতেরা তাপমাত্রা বাড়বে। 

আরও পড়ুন: দলের বৈঠকে গরহাজির কেন? নুসরত-মিমিকে শোকজ TMC-র

  • 9/10

কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে, দেখে নেওয়া যাক। আজ, শনিবার, ২৫ ডিসেম্বর কলকাতার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। 

  • 10/10

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বৃষ্টিপাত হয়নি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৭১ শতাংশ।

Advertisement
Advertisement