"ক্রিকেটের কোনও সীমানা নেই!" সীমান্ত নেই। গণ্ডি নেই। তা বিশ্বজনীন। যাঁরা ক্রিকেট ভালবাসেন, তাঁদের কাছে ক্রিকেট ধর্মের মতো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ দেখতে ভারতে লুকিয়ে লুকিয়ে ৩১ বছর বয়সী একজন বাংলাদেশি এই কথাটি সত্য প্রমাণ করেছেন।
বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার পূর্ব চাঁদপুরের বাসিন্দা মোঃ ইব্রাহিমকে শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার আন্তর্জাতিক সীমান্তের কাছে গ্রেপ্তার করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে।
"জিজ্ঞাসাবাদের সময়, তিনি প্রকাশ করেছেন যে তিনি একজন ক্রিকেট ভক্ত এবং আইপিএল ম্যাচ দেখতে মুম্বই যাচ্ছিলেন," এক বিএসএফ কর্মকর্তা বলেছেন।
"আন্তর্জাতিক সীমানা অতিক্রম করার জন্য তিনি একজন দালালকে ৫,০০০ বাংলাদেশি টাকা দিয়েছিলেন," কর্মকর্তা বলেন।
তবে ওই ব্যক্তির ক্রিকেটপ্রেম দেখে তাঁর বিরুদ্ধে কড়া কোনও পদক্ষেপ করা হয়নি। তাকে ধরে ওই ব্যক্তিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
এমনিতে এবার বাংলাদেশের হাতে গোণা একজন ক্রিকেটার রয়েছেন আইপিএলে। তাতে অবশ্য কুছ পরোয়া নেই। বিশ্বের তাবড় ক্রিকেটাররা হাজির রয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। এই লিগের জনপ্রিয়তা এতটাই যে ফুটবলের তীর্থক্ষেত্র ইংলিশ প্রিমিয়ার লিগের টিভি দর্শককেও কয়েক বছর আগে ছাপিয়ে গিয়েছিল। ফলে বাংলাদেশি ওই যুবকের পাগলামি নিয়ে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি. তবে তাকে অবশ্য মুম্বই যেতে দেওয়া হয়নি।