scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

নাশকতার ছক শিলিগুড়ি করিডরে? পুলিশ কমিশনার বললেন রুটিন তল্লাশি

নিরাপত্তার চাদরে শিলিগুড়ি করিডর
  • 1/9

সাধারণতন্ত্র দিবসের আগে নিরাপত্তায় মুড়লো শহর শিলিগুড়ি। নাশকতা রুখতে শুরু শহরজুরে শুরু হয়েছে নাকা তল্লাশি। রাতেও শহরের বিভিন্ন মোড়ে পরিদর্শন করছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।

নিরাপত্তার চাদরে শিলিগুড়ি করিডর
  • 2/9

সোমবার শহরের জনবহুল এলাকা এবং শপিং মল গুলিতে স্নিপার ডগ দিয়ে তল্লাশি চালানো পুলিশকর্মীরা। জানা গিয়েছে প্রজাতন্ত্র দিবসের আগে শহরের নিরাপত্তা আরো জোরদার করতে পুলিশের এই উদ্যোগ।

নিরাপত্তার চাদরে শিলিগুড়ি করিডর
  • 3/9

এক দিকে সামনে শিলিগুড়ি পুরনিগমের ভোট তারপর প্রজাতন্ত্র দিবস সব মিলিয়ে শহরে নিরাপত্তাকে আরো আঁটোসাঁটো করল পুলিশ। এবারে সাধারণতন্ত্র দিবসে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement
নিরাপত্তার চাদরে শিলিগুড়ি করিডর
  • 4/9

শিলিগুড়িতে সরাসরি সে ধরণের নাশকতার হুমকি না থাকলেও ভৌগোলিক অবস্থানগত কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই হয়। আর তাই উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি শহরের নিরাপত্তাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

নিরাপত্তার চাদরে শিলিগুড়ি করিডর
  • 5/9

মূলত শহরের ভৌগলিক অবস্থানগত হিসেবে শিলিগুড়িতে গুরুত্বপূর্ণ রেল স্টেশন, বিমানবন্দর, ইন্ডিয়ান অয়েলের ডিপোর মতো স্পর্শকাতর অনেক জায়গা রয়েছে।

নিরাপত্তার চাদরে শিলিগুড়ি করিডর
  • 6/9

তার ওপর উত্তর-পূর্ব ভারতের চিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ির চারপাশে রয়েছে চারটি আন্তর্জাতিক সীমানা । যা ফলে সব সময়ই নাশকতার জন্য স্ফট টার্গেট থাকে। তাছাড়াও সারা বছরই বিভিন্ন জায়গার মানুষের যাতায়াত রয়েছে এই শহরে। হোটেলগুলিতেও সেকারণে বিশেষ নজরদারি রাখতে হয়।

নিরাপত্তার চাদরে শিলিগুড়ি করিডর
  • 7/9

তাই সাধারণতন্ত্র দিবসের আগে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য শিলিগুড়িতে সব ধরনের প্রস্তুতিই নিয়েছে পুলিস। সাধারণতন্ত্র দিবসকে সামনে রেখে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতো নাকা তল্লাশি যেমন শুরু হয়েছে সেরকম  অন্যান্য দিকেও কড়া নজরদারি রাখা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার গৌরব শর্মা।  

Advertisement
নিরাপত্তার চাদরে শিলিগুড়ি করিডর
  • 8/9

মেট্রোপলিটন পুলিসের  প্রতিটি থানা এলাকায় নজরদারি চলছে উচ্চপদস্থ পুলিস আধিকারিকদের তত্বাবধানে। তাঁরা  নিরাপত্তা ব্যবস্থার সব দিক খতিয়ে দেখছেন। এক কথায় গোটা শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। তাছাড়াও শহরের সিসিটিভি ক্যামেরার ওপর নজর রেখেছে পুলিশ।

 

নিরাপত্তার চাদরে শিলিগুড়ি করিডর
  • 9/9

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে  নিরাপত্তার জন্য রাতে সীমান্ত এলাকাতেও বিশেষ নাকা চেকিং শুরু হয়েছে। শুধু ইউনিফর্ম পরা পুলিসকর্মীরাই নন, সঙ্গে গোয়েন্দা বিভাগ, ডিডি, এসওজি, পুলিশের  সব শাখাই সজাগ রয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে শহরে এবং শহরের রেল স্টেশন, বাসস্ট্যান্ড লাগোয়া এলাকাতেও। গভীর রাতে বিভিন্ন থানা, ট্রাফিক পুলিশ শহরের বিশেষ বিশেষ জায়গায় নাকা চেকিং ও টহল চালাচ্ছে।

Advertisement