scorecardresearch
 

বৃষ্টির সম্ভাবনা কম, আর্দ্রতাই প্রাণ ওষ্ঠাগত করবে রাজ্যে

বৃষ্টি কমছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। তবে বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা অস্বস্তিতে রাখবে। পাহাড়ে বৃষ্টি ও ধসের সতর্কতা। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলে বজ্রপাত এড়াতে ঘরে থাকার পরামর্শ।

Advertisement
মেঘ আছে, বৃষ্টি নেই মেঘ আছে, বৃষ্টি নেই
হাইলাইটস
  • বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি
  • বৃষ্টি কমছে উত্তর থেকে দক্ষিণে
  • পাহাড়ে ধস, দক্ষিণে বজ্রপাতের সতর্কতা

দুর্যোগ কাটছে

গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত বেশি থাকার পর সোমবার সকাল থেকেই রোদ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। দার্জিলিং পাহাড়ের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়াবে জলীয় বাষ্পও। যা প্রাণ ওষ্ঠাগত করে তুলবে। তবে বড় কোনও দুর্যোগের খবর আপাতত নেই। ফলে কিছুটা স্বস্তিতে কাজ কর্ম সেরে ফেলার পরিকল্পনা করে নেওয়া যেতেই পারে।

সব জেলাতেই বৃষ্টিপাত কমবে

এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে। উত্তর-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়েই বাতাস প্রবাহিত হওয়ার কারণে উত্তর সমুদ্রের দিকে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কমেছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ঝড় ও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী চার দিনের আবহাওয়ার পূর্বাভাষে এ খবর জানানো হয়েছে। তবে তাপমাত্রার সামান্য পরিবর্তন সূচিত হতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়ার পূর্ভাভাষে। 

বাতাসে আর্দ্রতা বাড়বে

বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে চার দিন পর পরিস্থিতির পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত এই পূর্বাভাষ জানানো হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পার কলকাতাতেও। তবে বৃষ্টি হোক বা না হোক আবহাওয়ায় জলীয়বাষ্পের উপস্থিতি অব্যাহত রাখবে।

গড় তাপমাত্রা ৩০ এর কাছে

গোটা রাজ্যে গড় তাপমাত্রা ৩০ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে বলে পূর্বাভাষে জানা গিয়েছে। তবে বেশ কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। দিন এবং রাতের তাপমাত্রা বিশেষ তারতম্য সূচিত হবে না।

উত্তরবঙ্গের পূর্বাভাষ

উত্তরবঙ্গের দার্জিলিঙে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধস নামার সম্ভাবনায় সর্তকতা জারি করা হয়েছে পাহপাড়ের দুই জেলা দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনগুলিকে। পাশাপাশি বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও হলুদ সতর্কতা জারি করা হয়েছে অতি বৃষ্টির কারণে।

Advertisement

দক্ষিণবঙ্গের সতর্কতা

দক্ষিণবঙ্গের কলকাতা ছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা রয়েছে। বজ্রপাতের সর্তকতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সময় বারে থাকতে বারণ করা হয়েছে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্থ তৈরি হয়েছিল, তার প্রভাব ধীরে ধীরে কমছে।

 

Advertisement