Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Monsoon Kolkata Rain Update : বৃষ্টি বেশ কম, অস্বস্তিকর আবহওয়া, কতদিন থাকবে এই অবস্থা?

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 08 Jul 2022,
  • Updated 7:05 AM IST
  • 1/12

Bengal Monsoon Kolkata Rain Update: উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে সেই পরিস্থিতি বিশেষ পাল্টানোর সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন এমনই থাকবে। সেই সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। তারা জানাচ্ছে, জলীয় বাষ্প মিলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। এর প্রভাব পড়তে চলেছে চাষবাসের কাজেও। 

  • 2/12

তারা আরও জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি চলছে। জুন মাসে বৃষ্টি কম হয়েছে। 

  • 3/12

জুলাইয়েও তাই। এ মাসে ৭ দিন কেটে গিয়েছে। তবে সেভাবে বৃষ্টি হয়নি। 

  • 4/12

তবে আগামী ৫ দিনে খুব একটা পরিবর্তন হবে না। আশার আলো দেখা যাচ্ছে না। যে বৃষ্টি হবে। বড়সড় কোনও পরিবর্তন বা বৃষ্টি বাড়বে, তেমন মনে হচ্ছে না। 

  • 5/12

ফলে আগামী ৫ দিন কোথাও যে বেশি বৃষ্টি হবে বা বৃষ্টি বাড়ার যে খুব একটা লক্ষণ, সেটা এই মুহূর্তে নেই। যেটুতকু হবে, সেটা বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। 

  • 6/12

হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তা সব জায়গায়ও হবে না। ছড়িয়ে-ছিটিয়ে কোথাও একটু হবে। 

  • 7/12

এবং এই বৃষ্টি কম হওয়ার ফলে দিনের তাপমাত্রা একটু বাড়ছে। এই তাপমাত্রা এবং সে সঙ্গে জলীয় বাষ্প মিলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। 

আরও পড়ুন: যশবন্ত-সুব্রত-চন্দ্রিমা TMC সর্বভারতীয় সহ-সভাপতি, কোষাধ্যক্ষ অরূপ

আরও পড়ুন: পুরী-তিরুপতি ঘুরুন ট্রেনে, ফের আইআরসিটিসি-র দক্ষিণ ভারত তীর্থযাত্রী স্পেশাল

আরও পড়ুন: মুখ থেকে দুর্গন্ধ? হতে পারে এই রোগ, অবহেলা করবেন না

  • 8/12

বর্ষার মতো পরিস্থিতি বলে মনে হবে না। এখন যে পরিস্থতি। আগামী ৫ দিনে খুব একটা উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে না। 

  • 9/12

উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কম হবে। আগের তুলনায় কমবে বৃষ্টি। তবে সেখানে মানে উত্তরবঙ্গে য়েহেতু আগে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই এখন বৃষ্টি কম হলে স্বস্তির কারণ হতে পারে।

  • 10/12

তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি খারাপ হচ্ছে। বিশেষ করে চাষবাসের ক্ষেত্রে। 

  • 11/12

এই সময় মূলত পাট পচানোর এবং আমন ধান রোয়ার সময়। ফলে এই সময়ে বৃষ্টির ঘাটতি এবং আগামী ৫-৭ দিন যা দেখা যাচ্ছে, তাতে এই দুটো চাষের একটু অসুবিধা হতে পারে।

  • 12/12

রাজ্যে বর্ষা ঢুকে গেছে। উত্তরবঙ্গে আগে এসেছে। দক্ষিণবঙ্গে পরে। এবার উত্তরবঙ্গে তুমুল বৃষ্টিপাত হয়েছে। তবে সেই তুলনায় অনেকটাই পিছিয়ে দক্ষিণবঙ্গ। কারণ এখানে বৃষ্টির ঘাটতি দেখা দিচ্ছে। 

Advertisement
Advertisement