5G in India: ভারতের খুব দ্রুত ফাইভ-জি (5G in India) নেটওয়ার্ক লঞ্চ হতে পারে। দেশের নিজের প্রথম ফাইভ-জি লঞ্চ হতে চলেছে। যাতে অডিও এবং ভিডিও কল করে খুব দ্রুত দেশে 5g নেটওয়ার্ক ছড়িয়ে যেতে পারবে। কীভাবে রিপোর্ট অনুযায়ী এ বছরের শেষ পর্যন্ত ফাইভ-জি লঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ষোল আনা। শুধুমাত্র ফাস্ট ইন্টারনেট দেখতে পাব, না কি, আমাদের আশপাশে অন্যান্য বিষয়ের উপর এর প্রভাব পড়বে। আসুন জেনে নিই তারপর আমাদের কি কি বদলাতে পারে?
খুব ভালো হবে কল এবং কানেক্টিভিটি
ফাইভ-জি নেটওয়ার্ক ৪জি তুলনায় ১০০ গুণ বেশি ইন্টারনেট স্পিড দিতে পারবে। শুধুমাত্র ইন্টারনেটে নয় এবং নেটওয়ার্ক কানেক্টিভিটি আরও ভালো হবে। এখনও পর্যন্ত জিও ৩জি নেটওয়ার্কের ব্যবহার করতে থাকে এবং কানেক্টিভিটির সঙ্গে জড়িত যে সমস্ত সমস্যার মুখে পড়তে থাকেন, সেগুলো দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি যাঁরা ভোডাফোন আইডিয়া ফোরজি নেটওয়ার্কে ব্যবহার করছেন, তাঁদের ভালো কোয়ালিটি সামনে আসবে। এই পরিস্থিতিতে ফাইভ-জি আসার পর ইউজারদের ভালো কানেক্টিভিটি এক্সপেরিয়েন্স মিলবে
ইন্টারনেট স্পিড বাড়বে
ফোরজি নেটওয়ার্কে ইউজাররা যেখানে ১০০ mbps স্পিড পান, সেখানে ফাইভ-জি নেটওয়ার্কে আপনারা ১০gbps পর্যন্ত স্পিড পাবেন। ডিপিএড ম্যাক্সিমাম কিন্তু টেস্টিং এর সময় ভোডাফোন আইডিয়া ভারতের সবচেয়ে বেশি স্পিড পাবেন। আপনার যেকোন ডাউনলোড সেকেন্ডের ভগ্নাংশে হয়ে যাবে।
IoT (আইওটি) ডিভাইস এর প্রচলন ভারতে
ফোরজি নেটওয়ার্ক এর জমানায় আমাদের আশপাশের কানেক্টেড ডিভাইস প্রচলন বাড়বে। আলেক্সা (Alexa) এবং গুগল হোম (Google Home) এর মত ডিভাইস 4g নেটওয়ার্কের আসার পরও সাধারণ হয়ে গিয়েছে। যদি আমরা অ্যালেক্সার কথা বলি তাহলে এর সাহায্যে আপনি ঘরের লাইট এবং ফ্যান সমেত যে কোনও প্রডাক্টের কন্ট্রোল করতে পারেন। অনেক ডিভাইসে আমরা এ্যালেক্সার সাপোর্ট দেখতে পাচ্ছি।
সিকিউরিটিতে হবে লাভ
ফাইভ-জি নেটওয়ার্ক আসার পর এভাবে আরও ডিভাইসের প্রচলন বাড়বে তখন আমরা শুধুমাত্র এর চেয়ে বেশি সুবিধা পাব তাই নয় বরং আপনার আরো ভালো সিকিউরিটি হাতে আসবে। বিভিন্ন রকম সিকিউরিটি এক্সপেরিমেন্ট দেখতে পাওয়া যাবে। গেমিং সেক্টরে নতুন কিছু সম্ভাবনা সামনে আসতে পারে। সেখানে মেটাভার্সের সঙ্গে জড়িত ইনোভেশন দেখতে পাওয়া যাবে। ফাইভ-জি নেটওয়ার্ক আসার পরে মেডিকেল সাইন্স সেক্টরে বেশ কিছু বড় বদল দেখতে পাওয়া যাবে। রোবট এর সাহায্যে সার্জারি খুব সহজে করা যেতে পারবে। সঙ্গে আরও ভাল কানেক্টিভিটি হওয়ার ফলে আরও বেশ কিছু বদল আমরা অটোমেটিক দেখতে পাব।