Advertisement

লাইফস্টাইল

Love and Separation : প্রেম-সেক্স-ধোঁকার পিছনেও রয়েছে বিজ্ঞান, যে লক্ষণগুলি জানান দেয়...

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 18 Jan 2022,
  • Updated 1:02 PM IST
  • 1/14

কাউকে একই সময়ে ভালবাসা এবং ধোঁকা দেওয়ার লক্ষণ কী? আপনি কাউকে ভালবাসলে মাথায় রাসায়নিক রিঅ্য়কশন হয়। আর তাই তখন তাঁর জন্য বাকি সব কিছু ফিকে মনে হয়। এমনই ১৩টি বিজ্ঞানভিক্তিক কারণ খুঁজে পেয়েছেন গবেষকরা। সেটি জার্নাল অফ কম্পারেটিভ নিউরোলজিতে প্রকাশিত হয়েছে। রটগর্স বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজিস্ট হেলেন ফিশার এ ব্য়াপারে গবেষণা করেছেন। 

আরও পড়ুন: দেড় কোটি অ্য়াকাউন্টে ঢুকেছে আইটি রিফান্ড, এভাবে চেক করুন নিজের স্টেটাস

  • 2/14

আপনি কাউকে ভালবাসনে সবসময় তাঁর ব্য়াপারে ভাবেন। আর তাই আপনি বাকি সব কিছুকে যেন ধোঁকা দেন। আর্কাইভাল অফ সেক্সুয়াল বিহেভিয়ার জার্নালে ২০১৭ সালে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়, যখন আপনি একজন মানুষের ব্য়াপারে বেশি ভাবেন তার কারণ শরীরে ডোপামাইনের অত্যধিক ক্ষরণ। এই রাসায়নিক পদার্থ একটি জিনিসের দিকে মাথাকে ফোকাস করায়।

আরও পড়ুন: হাতে এই ৩ রেখার ট্রায়াঙ্গল জানায় আপনি বড়লোক হবেন কিনা, দেখুন নিজের হাত

  • 3/14

মানুষ প্রেমে পড়লে তাঁর সঙ্গীর ভাল দিকটাই চোখে পড়ে। তাঁর কোনও খারাপ জিনিস চোখে পড়ে না। কারণ তখন বাকিদের নেগেটিভ জিনিস দেখা যায়। জার্নাল অফ পার্সোনালিটি অ্য়ান্ড সোশাল সাইকোলজি জানাচ্ছে, একটা সম্পর্কে দুই ব্যক্তিই এক অপরকে সমান ভাবে দেখলে তা মজবুক হয়। তাঁর সঙ্গে কাটানো সময়ের কথা ভেবে আনন্দিত বা উত্তেজিত হয়ে ওঠে মন। 

আরও পড়ুন: ৫ মিনিটেই হয়ে যান শেয়ারবাজার এক্সপার্ট, কীভাবে?

  • 4/14

প্রেমে পড়লে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। যেমন ক্লান্তি, কাজ না ঘুম না আসা, খিদে না পাওয়া, হার্টবিট বেড়ে যাওয়া, চিন্তা, মানুষের থেকে আলাদা থাকা। আর এ কারণে মুড সুইং হয়। কখনও মন খারাপ হয়, আবার কখনও ঠিক হয়ে যায়। 

আরও পড়ুন: বিশ্বভারতীর পাঠভবন-শিক্ষাসত্রের সিলেবাসে কাটছাঁটের সিদ্ধান্ত বদল, ক্ষুব্ধ পড়ুয়ারা

  • 5/14

হেলেন ফিশার জানাচ্ছেন, মনে করুন আপনি আপনার সঙ্গীর কারণে দুঃখ পেয়েছেন। আর আপনি অন্য কারও প্রতি আকর্ষিত হচ্ছেন। এর কারণ সেন্ট্রাল ডোপামাইন। যখন আপনি কাউকে ভালবাসেন, তার থেকে বেশি আশা করেন। আর তার কোনও ভুল আপনার খুবই খারাপ লাগে। তখন ডোপামাইন নিঃসরণ করে যে নিউরন, সেগুলি সক্রিয় হয়ে ওঠে। তখন মস্তিষ্ক মধ্যভাগ বলে, এই মানুষটা ঠিক নয়। আর তখন আপনি অন্য কারও প্রতি আকর্ষিত হন।

 

  • 6/14

যাঁরা প্রেমে পড়েন, তাঁরা জেগে থাকার ৮৫ ভাগ সঙ্গীর কথা ভেবেই কাটিয়ে দেন। মানে মাথায় সবসময় তাঁর কথাই চলে। 

আরও পড়ুন: বছরে আয় ১০ লক্ষ টাকা হলেও এক পয়সাও Income Tax নয়? দেখুন কীভাবে সম্ভব

  • 7/14

মানুষ যখন ভাবুক হয়ে পড়ার সুযোগ পান, তখন তিনি তেমনই হয়ে যান। নিজেকে মানসিক ভাবে শক্তিশালী বানান না। 

আরও পড়ুন: ১৮ মাসে ১৩৫ কেজি ঝরিয়ে এখন মিক্সড মার্শাল আর্ট ফাইটার!

  • 8/14

আর এমন কাজের জন্য নিজের প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে সময় কাটানোর জন্য ভবিষ্যতের পরিকল্পনা করার চেষ্টা করেন। যাতে তাঁরা কাছাকাছি থাকতে পারেন। তা নিয়ে স্বপ্ন দেখেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, সেরোটোনিনের স্তর যখন ঠিক থাকে, অক্সিটোসিন হরমোন বেড়ে যায়, তখন আপনার নিউরোট্রান্সমিটার বেশি গভীর সম্পর্কে করার চেষ্টা করে।

  • 9/14

মানুষ প্রেমে পড়লে তাঁদের মধ্যে সহানুভূতি বেশি থাকে। নিজের সঙ্গীর কষ্ট নিজের বলে মনে হয়। তাঁর জন্য আপনি নিজের সব কিছু ত্যাগ করতে পারেন। এমনই মনে হয় আপনার। 

 

  • 10/14

তিনি আরও জানান, যাঁরা একে অপরের প্রেমে পড়েন, তাঁরা একে অপরের কথা ভেবে রুটিন বানান। বা তাঁদের সমান করে দেন। 

  • 11/14

যাঁরা একে অপরকে ভালবাসেন, তাঁরা একে অপরের ওপর অধিকার ফলাতে চান। সেই ভাবনা থেকে আপনি যোন সম্পর্ক তৈরি করেন। এটা প্রবলভাবে যুক্ত থাকার ফল। আপনি কারও সঙ্গে শারীরিক ভাবে যুক্ত না থাকলে তার ওপর অধিকারও কম করে আনেন। 

 

  • 12/14

হেলেন ফিশার জানান, প্রেমে শারীরিক সম্পর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি বলেন তিনি কেবল মানসিকভাবে যুক্ত, তা হলে তিনি নিজেকে এবং বাকিদের বোকা বানাচ্ছেন। 

  • 13/14

তিনি আরও জানাচ্ছেন, প্রেমে পড়লে নিজের ওপর নিয়ন্ত্রণ কম থাকে। নিজের আবেগকে বশে রাখা যায় না। শরীরের ওপরেও থাকেন না। একে অপরের দিকে তীব্র আকর্ষিত হন। 

 

  • 14/14

তবে দুর্ভাগ্যের কথা হল একজন মানুষ অপরের সঙ্গে বেশিদিন থাকতে পারেন না। বিশেষজ্ঞদের মতে, কারও প্রতি মানসিক, আবেগ বা শারীরিক আকর্ষণ তিন বছরের বেশি থাকে না। হেলে ফিশার জানান, কারও প্রেমে থাকা এক অস্থায়ী ব্যাপার। এটা একটা অ্য়াটাচমেন্ট। যা কিছুদিন, মাস বা বছরের পর শেষ হয়ে থাকে। 

Advertisement
Advertisement