Sunderbans Tourism Reopens: করোনা (Corona) সংক্রমণের কারণে দফায় দফায় সুন্দরবন (Sunderbans)-কে ভ্রমণের জন্য বন্ধ রাখা হয়েছিল। গত ৩ জানুয়ারি শেষবারের জন্য সুন্দরবন (Sunderbans) ভ্রমণে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছিল। অবশেষে বুধবার ২ ফেব্রুয়ারি ফের সুন্দরবন (Sunderbans) পর্যটকদের জন্য খুলে দেওয়া হল।
আরও পড়ুন: রাসায়নিক দিয়ে যৌনাঙ্গ ছেদ! এবার ধর্ষকদের শাস্তি পাকিস্তানে
করোনা (Corona)-র তৃতীয় ঢেউয়ের কারণে একমাস আগে লাগাতার সংক্রমণ বেড়েই চলছিল।
সেই পরিস্থিতিতে রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রের পাশাপাশি সুন্দরবন (Sunderbans)-কেও পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়।
ভরা পর্যটন মরশুমে সুন্দরবন (Sunderbans) বন্ধ হয়ে যাওয়ায় একদিকে যেমন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা অসুবিধায় পড়েছিলেন।
তেমনই ভ্রমণ পিপাসু পর্যটক যাঁরা জল, জঙ্গল ভালবাসেন তাঁরাও হতাশ হয়েছিলেন।
আরও পড়ুন: নোয়াখালি থেকে অসম, বিজয়ার বিষাদ লুকিয়ে বাংলার লোকগানে
তাঁরা অপেক্ষা করছিলেন কবে করোনা সংক্রমণ কমে।
অবশেষে ফের সুন্দরবন (Sunderbans) পর্যটকদের জন্য খুলে দেওয়ায় খুশি সকলেই।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প (Sunderbans Tiger Project)-এর ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, "সরকারি নির্দেশ মেনেই বুধবার থেকে সুন্দরবন (Sunderbans) পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। অনলাইন বুকিং চালু হয়েছে। তবে ৭৫ শতাংশ পর্যটক নিয়েই ভ্রমণ করা যাবে।"
কোভিড পরিস্থিতির জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছিলো সুন্দরবন।
তবে মাঝে করোনা সংক্রমণ অনেকটাই বেড়ে যায়।
এ কারণে চিন্তিত হয়ে পড়েন চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞরা।
তবে এখন সামান্য কমেছে সংক্রমণ।
কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পর জানুয়ারি মাসের তিন তারিখ থেকে আবার বন্ধ করে দেওয়া হয়েছিল সুন্দরবনের পর্যটন ব্যবসা।
শীতের মরশুমে সুন্দরবনের ভরা পর্যটন ব্যবসা বন্ধ হয়ে যায়।
আর সে কারণে মাথায় হাত পড়েছিল সুন্দরবনের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত পর্যটন ব্যবসায়ীদের।
অবশেষে আবার সুন্দরবন পর্যটকদের জন্য খুলে দেওয়ায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের। ৩ ফেব্রুয়ারি থেকে খুলেছে স্কুল। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস হবে। সেখানে করোনা বিধি মেনে পঠনপাঠন হবে।