Advertisement

লাইফস্টাইল

Sunderbans Tourism Reopens : খুলে গেল সুন্দরবন, অনলাইন বুকিংও শুরু, মানতেই হবে কোভিড বিধি

প্রসেনজিৎ সাহা
  • সুন্দরবন,
  • 03 Feb 2022,
  • Updated 3:33 PM IST
  • 1/18

Sunderbans Tourism Reopens: করোনা (Corona) সংক্রমণের কারণে দফায় দফায় সুন্দরবন (Sunderbans)-কে ভ্রমণের জন্য বন্ধ রাখা হয়েছিল। গত ৩ জানুয়ারি শেষবারের জন্য সুন্দরবন (Sunderbans) ভ্রমণে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছিল। অবশেষে বুধবার ২ ফেব্রুয়ারি ফের সুন্দরবন (Sunderbans) পর্যটকদের জন্য খুলে দেওয়া হল। 

আরও পড়ুন: রাসায়নিক দিয়ে যৌনাঙ্গ ছেদ! এবার ধর্ষকদের শাস্তি পাকিস্তানে

  • 2/18

করোনা (Corona)-র তৃতীয় ঢেউয়ের কারণে একমাস আগে লাগাতার সংক্রমণ বেড়েই চলছিল। 

  • 3/18

সেই পরিস্থিতিতে রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রের পাশাপাশি সুন্দরবন (Sunderbans)-কেও পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। 

 

  • 4/18

রাজ্যে নতুন করে বিধিনিষেধ লাগু করা হয়েছিল।

 

  • 5/18

লোকাল ট্রেনের সময় কমিয়ে দেওয়া হয়। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।

 

  • 6/18

ভরা পর্যটন মরশুমে সুন্দরবন (Sunderbans) বন্ধ হয়ে যাওয়ায় একদিকে যেমন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা অসুবিধায় পড়েছিলেন।

  • 7/18

তেমনই ভ্রমণ পিপাসু পর্যটক যাঁরা জল, জঙ্গল ভালবাসেন তাঁরাও হতাশ হয়েছিলেন। 

আরও পড়ুন: নোয়াখালি থেকে অসম, বিজয়ার বিষাদ লুকিয়ে বাংলার লোকগানে 

  • 8/18

তাঁরা অপেক্ষা করছিলেন কবে করোনা সংক্রমণ কমে। 

  • 9/18

অবশেষে ফের সুন্দরবন (Sunderbans) পর্যটকদের জন্য খুলে দেওয়ায় খুশি সকলেই। 

 

  • 10/18

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প (Sunderbans Tiger Project)-এর ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, "সরকারি নির্দেশ মেনেই বুধবার থেকে সুন্দরবন (Sunderbans) পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। অনলাইন বুকিং চালু হয়েছে। তবে ৭৫ শতাংশ পর্যটক নিয়েই ভ্রমণ করা যাবে।"

  • 11/18

কোভিড পরিস্থিতির জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছিলো সুন্দরবন। 

 

  • 12/18

তবে মাঝে করোনা সংক্রমণ অনেকটাই বেড়ে যায়। 

  • 13/18

এ কারণে চিন্তিত হয়ে পড়েন চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞরা।

 

  • 14/18

তবে এখন সামান্য কমেছে সংক্রমণ।

  • 15/18

কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পর জানুয়ারি মাসের তিন তারিখ থেকে আবার বন্ধ করে দেওয়া হয়েছিল সুন্দরবনের পর্যটন ব্যবসা। 

 

  • 16/18

শীতের মরশুমে সুন্দরবনের ভরা পর্যটন ব্যবসা বন্ধ হয়ে যায়। 

  • 17/18

আর সে কারণে মাথায় হাত পড়েছিল সুন্দরবনের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত পর্যটন ব্যবসায়ীদের।

 

  • 18/18

অবশেষে আবার সুন্দরবন পর্যটকদের জন্য খুলে দেওয়ায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের। ৩ ফেব্রুয়ারি থেকে খুলেছে স্কুল। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস হবে। সেখানে করোনা বিধি মেনে পঠনপাঠন হবে।

Advertisement
Advertisement