NEET Counselling 2021: মেডিকেল কাউন্সেলিং কমিটি (এমসিসি বা MCC) নিট ইউ জি ২০২১ (NEET UG 2021)-এর জন্য জরুরি নোটিশ প্রকাশ করেছে। ফল প্রকাশের পর এক মাস কেটে গিয়েছে। তবে এখনও কাউন্সলিং এবং ভর্তি প্রক্রিয়া চালু করা গেল না। এ নিয়ে পড়ুরাদের মধ্যে ক্ষোভ-হতাশা রয়েছে।
এমসিসি যা জানাচ্ছে
এমসিসি (MCC) তাদের নোটিশে জানিয়েছে, মেডিকেল কলেজে আন্ডারগ্র্যাজুয়েট কোর্সে ভর্তি এবং কাউন্সেলিং (NEET Counselling 2021) প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছেন লক্ষ লক্ষ পড়ুয়া। তাঁদের আরও একমাস অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: নয়া 'কুছ খাস হ্য়ায়!' ক্যাডবেরির নতুন অ্যাডে অর্ধেক আকাশের জয়গাথা
এই প্রথম
মেডিক্যাল কলেজে ভর্তির ব্যাপারে সরকারি ভাবে এই প্রথম তথ্য দিল তারা। এমসিসি মেডিক্যাল পড়ুয়াদের জানিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে। আর তাই কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য একটু সময় লাগছে। সুপ্রিম কোর্ট মেডিকেলে ভর্তির জন্য নতুন শুরু হওয়া ইডব্লুএস (EWS) কোটার ব্য়াপারে বলেছে। তার সীমা ৮ লক্ষ টাকা করার কথা ভাব হচ্ছে।
আরও পড়ুন: কালো পোশাকে মোহময়ী Esha Gupta, ঠান্ডায় উষ্ণতা ছড়াচ্ছেন
পরের শুনানি
এই মামলার পরের শুনানি হবে ২০২২ সালের ৬ জানুয়ারি। আর তাই আরও একটু সময় লাগছে। দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের আগে কোনও কিছু করা যাবে না।
আরও পড়ুন: বাদামকাকুর সঙ্গে তুমুল নাচ স্যান্ডি সাহার, সেরে নিলেন 'মালাবদল'
আরও অপেক্ষা
তার মানে দাঁড়াচ্ছে আন্ডারগ্র্যাজুয়েটে ভর্তি হতে চান, এমন প্রার্থীদের জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরই এ ব্য়াপারে এগোনো যাবে। এ ব্য়াপারে কোনও তথ্য থাকলে তা এমসিসি জানিয়ে দেবে।
আরও পড়ুন: কলকাতা মেডিক্যাল কলেজের চক্ষু চিকিৎসাকেন্দ্র ভাঙা পড়বে? প্রতিবাদ
আরও পড়ুন: ওমিক্রন সংক্রমণ ঠেকাতে ফের লকডাউন দেশে? বিশেষজ্ঞরা যা বলছেন
এ কথা বলার অপেক্ষা রাখে না নিট পিজি কাউন্সেলিং ২০২১ (NEET PG Counselling 2021)-এর জন্য প্রার্থীরা অপেক্ষা করছেন। কমিটি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তির জন্য কোনও দিন ঘোষণা করলেও করতে পারে।
সরকারি নোটিশ পাওয়ার জন্য এখানে ক্লিক করুন।