scorecardresearch
 

বরযাত্রীদের খাবার দিতে দেরি, বিহারে বিয়ে না করেই আসর থেকে চলে গেল বর

খাবার দিতে দেরি, বিয়েতে অস্বীকার করল বর, বিহারে বিয়ের আসরে গোলমাল। যার জেরে বর বিয়ের আসর ছেড়ে চলে যায়। বিয়ের খরচের টাকাও মেয়ের বাবাকে দিয়ে যায় বরপক্ষ। যদিও মেয়ের বাড়ি থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement
খাবার দিতে দেরি, বিয়েতে অস্বীকার করল বর খাবার দিতে দেরি, বিয়েতে অস্বীকার করল বর
হাইলাইটস
  • বরযাত্রীদের খাবার দিতে দেরি
  • বিয়ে না করেই আসর থেকে চলে গেল বর
  • বিহারে বর ও বরের পরিবারের বিরুদ্ধে থানায় ডাইরি

বিহারের পূর্ণিয়ার এক বর তার পরিবারের সদস্যদের দেরিতে খাবার পরিবেশন করায় বিয়ে করতে অস্বীকৃতি জানায়। খবরে বলা হয়েছে, বিষয়টি আরও খারাপ হয়ে যায় এবং বর কনের বাবার কাছ থেকে পাওয়া সমস্ত উপহার ফিরিয়ে দিয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যায়।

ঘটনাটি ঘটেছে পূর্ণিয়ার মোহনি পঞ্চায়েতের বাতৌনা গ্রামের ঈশ্বরী টোলায়। কনের মা, মীনা দেবী জানান, পূর্ণিয়া জেলার ধমদহ থানা এলাকায় অবস্থিত আমরি কুকরাউনের বাসিন্দা রাজকুমার ওরাওঁ এর সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে।

নির্ধারিত সময়ে বরযাত্রীরা বিয়ে করতে পৌঁছায়। বিয়ের অনুষ্ঠান করার সময় বরের পরিবারের সদস্যদের খাওয়াতে বিলম্ব হয়েছিল।

এরপর বর ও তার বাবা ক্ষিপ্ত হয়ে বিয়ের অনুষ্ঠানে যেতে অস্বীকার করে ফিরে যেতে শুরু করেন। এলাকাবাসী ও পঞ্চায়েত উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসার চেষ্টা করে। কিন্তু কোনও লাভ না হওয়ায় বর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বরযাত্রীদের খাবার দেরিতে পরিবেশন করায় রেগে যান বরের বাবা। তিনি কনের পরিবারকে খাবার রান্নার খরচ, বাইক এবং বরের প্রাপ্ত অন্যান্য সমস্ত সামগ্রী সহ পরিশোধ করেছিলেন।

এখন কনের মা কসবা থানায় বর ও তার বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমিত কুমার জানান, একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বিয়েতে ব্যায় করা টাকা ফেরত দিয়েছেন বরের বাবা।

Advertisement