বাধাহীন ভাবে বইছে উত্তুরে হাওয়া। আর তাতেই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির ঘরে নেমে গেছে। পারদ পতন চলছে কলকাতাতেও। বলাই যায় জমিয়ে শীতের আমেজ উপভোগ করছে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী করেয়দিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।