Advertisement

ফিফা বিশ্বকাপ 2022 পুরস্কার

সাম্প্রতিক18 December 2022, 20:30
ARG ARG3:3FRA FRA

গোল্ডেন বুট

Golden Boot
FIFA বিশ্বকাপে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় ১৯৮২ সালে। প্রথমে এর নাম ছিল গোল্ডেন শ্যু, ২০১০ সালে তা বদলে হয় গোল্ডেন বুট। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতাকে গোল্ডেন বুট দেওয়া হয়। সর্বোচ্চ গোলদাতায় দ্বিতীয় স্থানে থাকা প্লেয়ারকে দেওয়া হয় সিলভার বুট। তৃতীয় স্থানে থাকা গোলদাতাকে দেওয়া হয় ব্রোঞ্জ বুট। কোনও দুই খেলোয়াড়ের সবচেয়ে বেশি গোল যদি হয়, তাহলে সেটা দেখা যাবে কোন প্লেয়ারের পেনাল্টির সাহায্যে কম গোল। যদি উভয়ের পেনাল্টি তৈরি করা গোলের সমান হয়, তাহলে যিনি গোল করতে সবচেয়ে বেশি সাহায্য করেছেন, তাঁকে দেওয়া হয়। যদি উভয়ের অ্যাসিস্ট পারফর্ম্যান্সও এক হয়, তা হলে সবচেয়ে কম সময় মাঠে থেকে বেশি গোল করেছেন, তাঁকে দেওয়া হয়।

গোল্ডেন বুট জয়ীদের তালিকা

PlayerTeamSeasonGoals
হ্যারি কেনইংল্যান্ড২০১৮
জেমস রডরিগেজকলম্বিয়া২০১৪
থমাস মুলারজার্মানি২০১০
ক্লোজেজার্মানি২০০৬
রোনাল্ডোব্রাজিল২০০২
ডাভর সুকেরক্রোয়েশিয়া১৯৯৮
ওলেগ সালেনকোরাশিয়া১৯৯৪
হরিস্টো স্টোইচকোভবুলগেরিয়া১৯৯৪
সালভাদোর সিলাচিইতালি১৯৯০
গ্যারি লিনেকারইংল্যান্ড১৯৮৬
পাওলো রসিইতালি১৯৮২

গোল্ডেন বল

Golden Ball
FIFA বিশ্বকাপে সেরা প্লেয়ারকে দেওয়া হয় গোল্ডেন বল। ১৯৮২ সালে এই পুরস্কার প্রদান শুরু হয়। ফিফা-র বিশেষ কমিটি এই পুরস্কারের শর্টলিস্ট করেন। এরপর সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ভোট দিয়ে সেরা প্লেয়ার নির্বাচন করেন। তাঁকেই গোল্ডেন বল দেওয়া হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা সেরা ফুটবলার পান সিলভার ও ব্রোঞ্জ বুট।

গোল্ডেন বল জয়ীর তালিকা

PlayerTeamSeason
লুকা মড্রিচক্রোয়েশিয়া২০১৮
লিওনেল মেসিআর্জেন্টিনা২০১৪
দিয়েগো ফোরলানউরুগুয়ে২০১০
জিনেদান জিদানফ্রান্স২০০৬
অলিবার কানজার্মানি২০০২
রোনাল্ডোব্রাজিল১৯৯৮
রোমারিওব্রাজিল১৯৯৪
সালভাদোর চিলাকিইতালি১৯৯০
দিয়েগো মারাদোনাআর্জেন্টিনা১৯৮৬
পাওলো রসিইতালি১৯৮২

ফিফা বিশ্বকাপ গোল্ডেন গ্লাভস

Golden Glove
বিশ্বকাপ টুর্নামেন্টে সেরা গোলকিপারকে দেওয়া হয় গোল্ডেন গ্লাভস পুরস্কার। সাবেক সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত গোলকিপার লেভ ইয়াসিনের সম্মানে ১৯৯৪ সালে গোল্ডেন গ্লভস পুরস্কারের সূচনা হয়। তখন ওই পুরস্কারকে লেব ইয়াসিন সম্মান বলা হত। ২০১০ সালে FIFA নাম বদলে করে গোল্ডেন গ্লাভস পুরস্কার। এই পুরস্কারের জন্য বিশ্বকাপের সেরা গোলকিপারকে নির্বাচন করে FIFA-র বিশেষ কমিটি।

গোল্ডেন গ্লাভস জয়ীর তালিকা

PlayerTeamSeason
থিবো কুর্তোয়াবেলজিয়াম২০১৮
ম্যানুয়েল নুয়েরজার্মানি২০১৪
ইকার কাসিলাসস্পেন২০১০
বুফোঁইটালি২০০৬
অলিবার কানজার্মানি২০০২
ফ্যাবিয়োঁ বার্থেজফ্রান্স১৯৯৮
মিচেল প্রিউডহোমবেলজিয়াম১৯৯৪
Advertisement
Advertisement