Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২২ পয়েন্ট টেবিল

বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022)-এ মোট ৩২টি দল অংশ নিচ্ছে। ৪টি করে দল নিয়ে মোট ৮টি গ্রুপ তৈরি করা হয়েছে। প্রত্যেক টিম গ্রুপ স্টেজে নিজেদের গ্রুপের বাকি দলগুলির সঙ্গে ১টি করে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা টিম রাউন্ড-১৬ (প্রি-কোয়ার্টার ফাইনাল)কোয়ালিফাই করবে। গ্রুপ ম্যাচে জয়ের জন্য আরও তিনটি ম্যাচে ড্র হলে, দুই দল ১ পয়েন্ট করে পাবে। পরাজিত দল কোনও পয়েন্ট পাবে না। যদি কোনও গ্রুপে দুই বা তার বেশি টিমের পয়েন্ট সমান হয়, সেক্ষেত্রে গোল পার্থক্য দেখা হবে। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ৮টি দল কোয়ার্টার ফাইনালে যাবে। এরপর কোয়ার্টার ফাইনাল স্টেজের পর সেমি ফাইনাল হবে। সেমি ফাইনাল থেকে উঠে আসা দুই দলের মধ্যে ফাইনাল হবে। সেমিফাইনালে পরাজিত দল তৃতীয় স্থানের জন্য খেলবে। নক-আউট ম্যাচে যদি নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকে, তা হলে ম্যাচ অতিরিক্ত সময় খেলা হবে। অতিরিক্ত সময়েও যদি অমীমাংসিত থাকে, তখন পেনাল্টি শ্যুট-আউটে জয়-পরাজয় নির্ধারিত হবে।

স্ট্যান্ডিং

Group A
TeamsPWTLPTS.NRR
Netherlands
Netherlands
321047
Senegal
Senegal
320116
Ecuador
Ecuador
311114
Qatar
Qatar
3003-60
Group B
TeamsPWTLPTS.NRR
England
England
321077
USA
USA
312015
IR Iran
IR Iran
3102-33
Wales
Wales
3012-51
Group C
TeamsPWTLPTS.NRR
Argentina
Argentina
320136
Poland
Poland
311104
Mexico
Mexico
3111-14
Saudi Arabia
Saudi Arabia
3102-23
Group D
TeamsPWTLPTS.NRR
France
France
320136
Australia
Australia
3201-16
Tunisia
Tunisia
311104
Denmark
Denmark
3012-21
Group E
TeamsPWTLPTS.NRR
Japan
Japan
320116
Spain
Spain
311164
Germany
Germany
311114
Costa Rica
Costa Rica
3102-83
Group F
TeamsPWTLPTS.NRR
Morocco
Morocco
321037
Croatia
Croatia
312035
Belgium
Belgium
3111-14
Canada
Canada
3003-50
Group G
TeamsPWTLPTS.NRR
Brazil
Brazil
320126
Switzerland
Switzerland
320116
Cameroon
Cameroon
311104
Serbia
Serbia
3012-31
Group H
TeamsPWTLPTS.NRR
Portugal
Portugal
320126
Korea Republic
Korea Republic
311104
Uruguay
Uruguay
311104
Ghana
Ghana
3102-23
Advertisement